তারামন্ডলে প্রথম থ্রিডি শো দেখল ১০০ জন পথশিশু

তারামন্ডলে প্রথম থ্রিডি শো দেখল ১০০ জন পথশিশু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

তারামন্ডলে প্রথম থ্রিডি শো দেখল ১০০ জন পথশিশু। হাওড়া পুরসভার উদ্যোগে বড়দিনটা একটু অন্যভাবে উপভোগ করল পথশিশুরা। রবিবার সকালে শরৎ সদনে হাওড়া তারামণ্ডলে প্রায় ১০০ জন পথশিশু দেশের প্রথম থ্রিডি তারামন্ডলে বিশেষ শো দেখে। সৌজন্যে ছিল হাওড়া পুরসভা। এছাড়াও শিশুদের মধ্যে কেক এবং মিষ্টি বিতরণ করা হয়। পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী নিজেই সান্তাক্লজ সেজে শিশুদের হাতে উপহার তুলে দেন।

 

তিনি বলেন, বড়দিনের আনন্দ এই বিশেষ শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। হাওড়ার থ্রিডি তারমণ্ডলে এসে বাচ্চারা আনন্দ পাচ্ছে। বড়দিনের মতো বিশেষ দিনে পথ শিশুদের শো দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। প্রায় ১০০ জন বাচ্চা ও তাদের বাড়ির লোকেরা এসেছিলেন। তাদের জন্য বেশ কিছু উপহারের ব্যবস্থা করা হয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রীই রাজ্যের প্রকৃত সান্তাক্লজ। সারা বছর নিজের ঝুলি থেকে তিনি রাজ্যবাসীকে উপহার দিতেই থাকেন। তাঁর উদ্যোগকেই মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা আমরা করি।

আরও পড়ুন – “বাংলা ভারতকে পথ দেখাবে”- রাজ্যপাল সিভি আনন্দ বোস 

উল্লেখ্য,  হাওড়া পুরসভার উদ্যোগে বড়দিনটা একটু অন্যভাবে উপভোগ করল পথশিশুরা। রবিবার সকালে শরৎ সদনে হাওড়া তারামণ্ডলে প্রায় ১০০ জন পথশিশু দেশের প্রথম থ্রিডি তারামন্ডলে বিশেষ শো দেখে। সৌজন্যে ছিল হাওড়া পুরসভা। এছাড়াও শিশুদের মধ্যে কেক এবং মিষ্টি বিতরণ করা হয়। পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী নিজেই সান্তাক্লজ সেজে শিশুদের হাতে উপহার তুলে দেন। তিনি বলেন, বড়দিনের আনন্দ এই বিশেষ শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে।

 

হাওড়ার থ্রিডি তারমণ্ডলে এসে বাচ্চারা আনন্দ পাচ্ছে। বড়দিনের মতো বিশেষ দিনে পথ শিশুদের শো দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। প্রায় ১০০ জন বাচ্চা ও তাদের বাড়ির লোকেরা এসেছিলেন। তাদের জন্য বেশ কিছু উপহারের ব্যবস্থা করা হয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রীই রাজ্যের প্রকৃত সান্তাক্লজ। সারা বছর নিজের ঝুলি থেকে তিনি রাজ্যবাসীকে উপহার দিতেই থাকেন। তাঁর উদ্যোগকেই মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা আমরা করি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top