চাঁদের দেখা মিললে আজ থেকে শুরু ইসলামিক নতুন বছর। এটি হবে হিজরী ১৪৪৩। চাঁদের দেখা মেলার দিন অনুযায়ী শুরু হয় এই ইসলামিক নতুন বছর। তবে আনুমানিক এবার ১০ আগস্ট শুরু হচ্ছে ইসলামিক নতুন বছর। যদিও এশিয়ার বিভিন্ন দেশ খুব তাড়াতাড়ি নতুন বছর শুরু হওয়ার সঠিক তারিখ ঘোষণা করবে, সূত্রের খবর।
রমজানের পবিত্র মাসের পর মহরমের প্রথম মাসকে হিজরী ক্যালেন্ডার বা ইসলামিক নতুন বছর হিসেবে গণ্য করা হয়। আল্লাহর দূত মহম্মতের মতে, মহরমের মাসটি হল সবচেয়ে পবিত্র বা পাক। তার মতে এটি হলো ‘দ্যা স্যাক্রড মনথ অফ্ আল্লাহ’। মুসলিম লুনার ক্যালেন্ডার অনুযায়ী বছরের শুরু হয় পুরো চাঁদের মুখ দেখে এবং এই ১২ মাসে তাদের এক বছর হয়। এই ক্যালেন্ডার অনুযায়ী বছরে মোট দিন সংখ্যা ৩৫৪ বা ৩৫৫ হয়, যা কিনা গার্জিয়ান ক্যালেন্ডারের থেকে দিনের কম। হিজরী ক্যালেন্ডার শেষ হয় ধুলাল – হিজ্জাহ মাস দিয়ে।
ইসলামিক নতুন বছর শুরুর দিনটিকে বিভিন্ন দেশ ছুটির তালিকায় যোগ করলেও, এই দিনটির জন্য বিশেষ কোনও উৎসব পালন করা হয় না। মহরমের এই মাসটিকে নিয়ে অনেকেরই বেশ কিছু ভুল ধারনা রয়েছে, যেমন অনেকেই মনে করেন এটি উৎসবের মাস। কিন্তু তা একেবারেই নয়। তবে শিয়া মুসলমানদের ক্ষেত্রে এই মাসটির বিশেষ কিছু গুরুত্ব রয়েছে।