ক্যানিংয়ের তালদিতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো

ক্যানিংয়ের তালদিতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
তালদিতে

ক্যানিংয়ের তালদিতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। দীর্ঘ লকডাউন উঠতেই স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন।স্বাভাবিক ছন্দে ফিরেছেন ক্রীড়া প্রেমী সাধারণ মানুষ এবং বিভিন্ন বিভাগের ক্রীড়াবিদ থেকে শুরু করে খেলোয়াড়রা।

 

দীর্ঘদিন মাঠের বাইরে থাকা খেলোয়াড়দের মনের মধ্যে বিষাদে ভরে উঠেছিল।সেই বিষাদ এবং ভারক্রান্ত মন থেকে আবার স্বমহিমায় খেলোয়াড়দের কে ফিরিয়ে আনতে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেন ক্যানিংয়ের ‘তালদি সুইমিং সেন্টার’।সোমবার সকালে প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্যদিয়ে ৪৮ তম বর্ষের সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার  ক্যানিংয়ের মাতলা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম দাস ও তালদি পঞ্চায়েত উপপ্রধান কালিচরণ মাল।

 

আর ও পড়ুন    বিশ্বজুড়ে শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা ২৫ কোটি ছাড়িয়েছে

 

তালদি মোহনচাঁদ উচ্চমাধ্যমিক স্কুল সংলগ্ন সুইমিং পুলে আয়োজিত ৪৮ তম বর্ষের সাঁতার প্রতিযোগিতায় ১৫০ জন সাঁতারু অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সফল সাঁতারুদের হাতে পুরষ্কার তুলেদেন তালদি সুইমিং সেন্টারের কর্মকর্তারা।

 

এদিন সাঁতার শেষে জাতীয় সাঁতারু বরীন বলদে জানান “তালদি থেকে প্রচুর প্রতিভাববান সাঁতারু উঠে এসেছে। জাতীয়স্তরে অনেক খ্যাতি লাভ করেছে। আগামী দিনে যাতে করে তালদির ছেলেমেয়েরা আন্তর্জাতিক স্তরে সাঁতার প্রতিযোগিতা অংশ গ্রহণ করে দেশের সুখ্যাতি সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে পারে তার জন্য আমাদের এই সাঁতার প্রতিযোগিতা।”

 

উল্লেখ্য,  ক্যানিংয়ের তালদিতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। দীর্ঘ লকডাউন উঠতেই স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন।স্বাভাবিক ছন্দে ফিরেছেন ক্রীড়া প্রেমী সাধারণ মানুষ এবং বিভিন্ন বিভাগের ক্রীড়াবিদ থেকে শুরু করে খেলোয়াড়রা। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা খেলোয়াড়দের মনের মধ্যে বিষাদে ভরে উঠেছিল।সেই বিষাদ এবং ভারক্রান্ত মন থেকে আবার স্বমহিমায় খেলোয়াড়দের কে ফিরিয়ে আনতে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেন ক্যানিংয়ের ‘তালদি সুইমিং সেন্টার’।সোমবার সকালে প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্যদিয়ে ৪৮ তম বর্ষের সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার  ক্যানিংয়ের মাতলা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম দাস ও তালদি পঞ্চায়েত উপপ্রধান কালিচরণ মাল।

 

তালদি মোহনচাঁদ উচ্চমাধ্যমিক স্কুল সংলগ্ন সুইমিং পুলে আয়োজিত ৪৮ তম বর্ষের সাঁতার প্রতিযোগিতায় ১৫০ জন সাঁতারু অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সফল সাঁতারুদের হাতে পুরষ্কার তুলেদেন তালদি সুইমিং সেন্টারের কর্মকর্তারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top