বর্ধমান শহরে দরজার তালা ভেঙে গৃহস্থের বাড়িতে চুরি। ফের বর্ধমান শহরে চুরি।বাড়িতে না থাকার সুযোগে শনিবার ভরসন্ধ্যায় দরজার তালা ভেঙে গৃহস্থের বাড়িতে লুটপাট চালায় দুস্কৃতিরা। বাড়ির আলমারি ভেঙে নগদ পঞ্চাশ হাজার টাকা সহ সোনাদানা চুরি করে চম্পট দেয়।
বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ার নজরুল পল্লীতে শনিবার ঘটনাটি ঘটে । বাড়ির মালিক মহম্মদ সফিউল্লাহ শুক্রবার বিকেল থেকে বাড়িতে ছিলেন না। পরিবারের অন্যান্য সদস্যরাও কেউ বাড়িতে ছিলেন না। সেই সু্যোগে দুস্কৃতিরা তার বাড়ির তালা ভেঙে ঘরের ভিতরে ঢোকে বলে জানান সফিউল্লাহ।
শনিবার সন্ধ্যায় তিনি যখন বাড়ি ফেরেন তখন দেখেন দু’জন দুস্কৃতি বাড়ির ভিতর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে।তিনি দুস্কৃতিদের ধরার জন্য চিৎকার করতেই চম্পট দেয় দুস্কৃতিরা। মহম্মদ সফিউল্লাহ জানান তার বাড়ির আলমারি ভেঙে নগদ পঞ্চাশ হাজার টাকা ও বেশ কিছু সোনার গহনা চুরি করেছে দুস্কৃতিরা। ঘটনার বিষয়ে বর্ধমান থানায় জানানো হয়েছে বলে জানান সফিউল্লাহ।
আর ও পড়ুন কেন্দ্র বন্ধ করলেও রাজ্য সরকারের বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু থাকবে, জানালেন খাদ্যমন্ত্রী
পুলিশ তদন্ত করে দোষীদের ধরার ব্যবস্থা করুক বলে দাবি জানান তিনি। পাশাপাশি বর্ধমান পৌরসভার পরিষেবা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি অভিযোগ করেন, তার বাড়ির সামনের এলাকা দীর্ঘদিন ধরে অন্ধকার। লাইট পোস্ট থাকা সত্ত্বেও পৌরসভার কাছে একবছর ধরে আবেদন জানানো হলেও পৌরসভা লাইটের ব্যবস্থা করেনি। এলাকায় আলো থাকলে দুস্কৃতিরা এত সহজে বাড়ির তালা ভেঙে চুরি করার সাহস পেত না।
উল্লেখ্য, বর্ধমান শহরে দরজার তালা ভেঙে গৃহস্থের বাড়িতে চুরি। ফের বর্ধমান শহরে চুরি।বাড়িতে না থাকার সুযোগে শনিবার ভরসন্ধ্যায় দরজার তালা ভেঙে গৃহস্থের বাড়িতে লুটপাট চালায় দুস্কৃতিরা। বাড়ির আলমারি ভেঙে নগদ পঞ্চাশ হাজার টাকা সহ সোনাদানা চুরি করে চম্পট দেয়। বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ার নজরুল পল্লীতে শনিবার ঘটনাটি ঘটে । বাড়ির মালিক মহম্মদ সফিউল্লাহ শুক্রবার বিকেল থেকে বাড়িতে ছিলেন না। পরিবারের অন্যান্য সদস্যরাও কেউ বাড়িতে ছিলেন না।
সেই সু্যোগে দুস্কৃতিরা তার বাড়ির তালা ভেঙে ঘরের ভিতরে ঢোকে বলে জানান সফিউল্লাহ। শনিবার সন্ধ্যায় তিনি যখন বাড়ি ফেরেন তখন দেখেন দু’জন দুস্কৃতি বাড়ির ভিতর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে।তিনি দুস্কৃতিদের ধরার জন্য চিৎকার করতেই চম্পট দেয় দুস্কৃতিরা। মহম্মদ সফিউল্লাহ জানান তার বাড়ির আলমারি ভেঙে নগদ পঞ্চাশ হাজার টাকা ও বেশ কিছু সোনার গহনা চুরি করেছে দুস্কৃতিরা। ঘটনার বিষয়ে বর্ধমান থানায় জানানো হয়েছে বলে জানান সফিউল্লাহ।