তালা ভেঙে দোকান দখলের চেষ্টার অভিযোগ জগদ্দলের শ্যামনগর সতীন সেন নগরে। তালা ভেঙে দোকান দখলের চেষ্টার অভিযোগ ঘিরে সোমবার বেলায় উত্তেজনা ছড়ালো জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের শ্যামনগর সতীন সেন নগর এলাকায়। জানা গিয়েছে, রাস্তার ধারে ছয়-সাতটি দোকান-সহ জায়গা সুশান্ত সরকার নামে এক ব্যক্তির কাছ থেকে কেনেন স্থানীয় যুবক রামকৃষ্ণ হালদার ২০১৮ সালের শেষের দিকে। আগে দোকানদারদের থেকে ভাড়া নিতেন পূর্বতন মালিক।
জমি হস্তান্তরের পর থেকে ভাড়া নেন রামকৃষ্ণ বাবু। একটি দোকান নিয়ে বিবাদ চলছে মালিকের সঙ্গে দোকানদার ভাড়াটিয়ার। মালিকের দাবি, চার বছর ধরে তিনি এস বি আইয়ের গ্রাহক সেবা কেন্দ্র চালাচ্ছেন। ওই দোকানটি জোর করে মালিক তার কাছ নিয়ে নিয়েছেন বলে দাবি সবিতা ভৌমিকের। অভিযোগ, এদিন স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতেতে ওই গ্রাহক সেবা কেন্দ্রের তালা ভেঙে দখল নেবার চেষ্টা করেন সবিতা দেবীর স্বামী। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ আসে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
আরও পড়ুন – কন্যার সুনাম ও মর্যাদা বৃদ্ধি, সাফল্য পাবেন কুম্ভ
উল্লেখ্য, তালা ভেঙে দোকান দখলের চেষ্টার অভিযোগ জগদ্দলের শ্যামনগর সতীন সেন নগরে। তালা ভেঙে দোকান দখলের চেষ্টার অভিযোগ ঘিরে সোমবার বেলায় উত্তেজনা ছড়ালো জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের শ্যামনগর সতীন সেন নগর এলাকায়। জানা গিয়েছে, রাস্তার ধারে ছয়-সাতটি দোকান-সহ জায়গা সুশান্ত সরকার নামে এক ব্যক্তির কাছ থেকে কেনেন স্থানীয় যুবক রামকৃষ্ণ হালদার ২০১৮ সালের শেষের দিকে। আগে দোকানদারদের থেকে ভাড়া নিতেন পূর্বতন মালিক।
জমি হস্তান্তরের পর থেকে ভাড়া নেন রামকৃষ্ণ বাবু। একটি দোকান নিয়ে বিবাদ চলছে মালিকের সঙ্গে দোকানদার ভাড়াটিয়ার। মালিকের দাবি, চার বছর ধরে তিনি এস বি আইয়ের গ্রাহক সেবা কেন্দ্র চালাচ্ছেন। ওই দোকানটি জোর করে মালিক তার কাছ নিয়ে নিয়েছেন বলে দাবি সবিতা ভৌমিকের। অভিযোগ, এদিন স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতেতে ওই গ্রাহক সেবা কেন্দ্রের তালা ভেঙে দখল নেবার চেষ্টা করেন সবিতা দেবীর স্বামী। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ আসে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।