‘টিপ টিপ বর্ষা পানি’র তালে এবার অক্ষয় ও ক্যাটরিনা নয়, নাচল দুই সাপ! নব্বইয়ে হিন্দি গান ‘টিপ টিপ বর্ষা পানি’র তালে অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডনের নাচ আজও শিহরণ জাগায় নৃত্যপ্রেমীদের। কিছুদিন আগে একই গানে নেচে অন্তর্জালে ঝড় তুলেছিলেন অক্ষয় ও ক্যাটরিনা কাইফ। কিন্তু আপনি কি দুই সাপের নাচ দেখেছেন? সূত্রের খবর, ওই দুই সাপ অক্ষয়-রাভিনা বা অক্ষয়-ক্যাটরিনার চেয়ে কোনও অংশে কম যায়নি।
অন্তর্জালে সেই নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, দুই হলদে সাপ সবুজ জঙ্গলের মাঝে নাচ করছে। একই তালে একে অপরের সঙ্গে নাচছে তারা। অক্ষয়া শিবারমণ নামের এক নারী ওই ভিডিও রেকর্ড করেছেন। তিনি তামিলনাড়ুর তেনকাসি জেলায় গিয়েছিলেন। তখন বৃষ্টি হচ্ছিল। এমন সময় ওই সর্পনৃত্য চোখে পড়ে তাঁর। পরে মুঠোফোনে তা ধারণ করেন।
গত ২৬ নভেম্বর টুইটারে ভিডিওটি শেয়ার করা হয়। বাড়তে থাকে দর্শক। এরই মধ্যে ৭৪ হাজারের বেশি ভিউ হয়েছে ভিডিওটি। অক্ষয়া জানিয়েছেন, ভিডিও করার সময় তিনি একটুও ভয় পাননি। বরং একে প্রকৃতিমাতার অপূর্ব দর্শন হিসেবে দেখছেন।
আর ও পড়ুন ভারত-পাক ম্যাচে কাকে সার্পোট করেন? কী উত্তর দিলেন সানিয়া?
উল্লেখ্য, নব্বইয়ে হিন্দি গান ‘টিপ টিপ বর্ষা পানি’র তালে অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডনের নাচ আজও শিহরণ জাগায় নৃত্যপ্রেমীদের। কিছুদিন আগে একই গানে নেচে অন্তর্জালে ঝড় তুলেছিলেন অক্ষয় ও ক্যাটরিনা কাইফ। কিন্তু আপনি কি দুই সাপের নাচ দেখেছেন? সূত্রের খবর, ওই দুই সাপ অক্ষয়-রাভিনা বা অক্ষয়-ক্যাটরিনার চেয়ে কোনও অংশে কম যায়নি। অন্তর্জালে সেই নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, দুই হলদে সাপ সবুজ জঙ্গলের মাঝে নাচ করছে।
একই তালে একে অপরের সঙ্গে নাচছে তারা। অক্ষয়া শিবারমণ নামের এক নারী ওই ভিডিও রেকর্ড করেছেন। তিনি তামিলনাড়ুর তেনকাসি জেলায় গিয়েছিলেন। তখন বৃষ্টি হচ্ছিল। এমন সময় ওই সর্পনৃত্য চোখে পড়ে তাঁর। পরে মুঠোফোনে তা ধারণ করেন। গত ২৬ নভেম্বর টুইটারে ভিডিওটি শেয়ার করা হয়। বাড়তে থাকে দর্শক। এরই মধ্যে ৭৪ হাজারের বেশি ভিউ হয়েছে ভিডিওটি। অক্ষয়া জানিয়েছেন, ভিডিও করার সময় তিনি একটুও ভয় পাননি। বরং একে প্রকৃতিমাতার অপূর্ব দর্শন হিসেবে দেখছেন।