২৬ জুন, ২০২১ : ভারতের বদলে এবার আমিরশাহিতেই হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূত্র মারফত এমনটাই খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে , টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্ভবত শুরু হবে ১৭ অক্টোবর থেকে এবং ফাইনাল হবে ১৪ নভেম্বর।

করোনার জন্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চাইছিল না বিদেশি টিমগুলো। তাই আমিরশাহিকেই প্রথম পছন্দ রাখা হয়েছিল। তবে আইসিসি সরকারি ভাবে এই বিষয় কিছু জানায়নি। আমিরশাহিতে বিশ্বকাপ হলেও আয়োজন করবে বিসিসিআই। করোনার কারণে ভারতে আয়োজিত আইপিএল মাঝপথে স্থগিত হয়ে যায়। তার পর বাকি ম্যাচ গুলির ভেনু হিসেবে উঠে আসে আরব আমিরশাহির নাম। আইপিএল ফাইনালের ঠিক দু’দিন পর শুরু হয়ে যাবে টি-২০ বিশ্বকাপ, এমনটাই জানা গিয়েছে । আইসিসি টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছিল সৌরভের বোর্ডকে। অর্থাৎ আর দু’দিন পরই আসন্ন টি-২০ বিশ্বকাপের আসর কোথায় বসবে সেই জল্পনার অবসান হবে বলেই অনুমান করা যাচ্ছে।