১৬ নভেম্বর, সত্যি অবাক কান্ড! বাজারে যে ডিম ৬ থেকে ১০ টাকার মধ্যে পাওয়া যায়, সেই ডিমের দাম নাকি নেওয়া হল ১,৬৭২ টাকা! বিলটি দেখে অবাক হয়েছিলেন শেখর রাভিজানি ও। কিছুদিন আগেই তিনি তাঁর এই বিচিত্র অভিজ্ঞতার কথা ট্যুইট করেছেন। সোশাল মিডিয়ায় আসতেই তা দ্রুত শেয়ার হয়েছে।
বলিউডের সঙ্গীত পরিচালক শেখর রাভিজানি, আমেদাবাদের হায়াত রেজেন্সিতে গিয়েছিলেন, সেখানে তিনটি ডিম সেদ্ধর দাম হিসাবে তাঁকে ১,৬৭২ টাকা চাওয়া হয়। তিনি নিজে ওই বিলের ছবিও পোস্ট করেন , যা দেখে নেটিজেনরা বেশ মজার বস্তু হিসাবে মাতামাতি করে সোশাল মিডিয়ায়। ভাইরালও হয় এই ভিডিও সঙ্গে সঙ্গে। কিন্তু এই বিল দেখে সেই পরিস্থিতিতে বেশ ভাবাচাকা খেয়ে যান গায়ক শেখর। যদিও হোটেলের তরফ থেকে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি।