তিনমাস ধরে রেশন না পাওয়ার অভিযোগে রেশন ডিলারের ঘরে তালা দিয়ে বিক্ষোভ

তিনমাস ধরে রেশন না পাওয়ার অভিযোগে রেশন ডিলারের ঘরে তালা দিয়ে বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ডিলারের

তিনমাস ধরে রেশন না পাওয়ার অভিযোগে রেশন ডিলারের ঘরে তালা দিয়ে বিক্ষোভ।  তিন মাস ধরে মিলছেনা রেশনের মাল। ডিলারের ঘরে এসে রেশন না পেয়ে দোকানে তালা দিয়ে বিক্ষোভ দেখালো শতাধিক গ্রাহক। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার  গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের খাবরাপোতা এলাকায়৷

 

এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে গোপালনগর থানার পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, গোপালনগর থানার পাঁচপোতা ,খাবরাপতা আরামডাঙ্গা, আশুরহাট মোল্লাহাটে সহ কয়েকটি গ্রামের কয়েক হাজার গ্রাহক স্থানীয় ডিলারের স্বপ্না রায় এর কাছ থেকে রেশনের মাল সংগ্রহ করে৷

 

এদিন রেশন দেওয়ার খবর পেয়ে সকাল থেকে কয়েক হাজার গ্রাহকের দোকানের সামনে লাইন দেয়৷ দুপুরে তাদের জানানো হয় আজ রেশন দেয়া হবে না। এরপরে উত্তেজিত হয়ে পড়ে বাসিন্দারা। তারা ডিলারের ঘরে তালা দিয়ে বিক্ষোভ শুরু করে।

 

গ্রাহকদের অভিযোগ, তারা তিন মাস ধরে রেশন পাচ্ছেন না। প্রতি মাসে আসার কথা বলে পরে ফিরিয়ে দেয়া হচ্ছে। গ্রাহকদের মাল কম দেওয়া হয় ।রেশনের মাল চুরি করে বিক্রি করছে ডিলার। যতক্ষণ পর্যন্ত এর বিহিত না হবে ততক্ষণ আন্দোলন চলবে।

 

উল্লেখ্য, তিনমাস ধরে রেশন না পাওয়ার অভিযোগে রেশন ডিলারের ঘরে তালা দিয়ে বিক্ষোভ।  তিন মাস ধরে মিলছেনা রেশনের মাল। ডিলারের ঘরে এসে রেশন না পেয়ে দোকানে তালা দিয়ে বিক্ষোভ দেখালো শতাধিক গ্রাহক। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার  গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের খাবরাপোতা এলাকায়৷ এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে গোপালনগর থানার পুলিশ।

 

আর ও পড়ুন    ধর্ষণে বাধা দেওয়ায় গৃহবধূ ও তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা

 

স্থানীয়রা জানিয়েছে, গোপালনগর থানার পাঁচপোতা ,খাবরাপতা আরামডাঙ্গা, আশুরহাট মোল্লাহাটে সহ কয়েকটি গ্রামের কয়েক হাজার গ্রাহক স্থানীয় ডিলারের স্বপ্না রায় এর কাছ থেকে রেশনের মাল সংগ্রহ করে৷ এদিন রেশন দেওয়ার খবর পেয়ে সকাল থেকে কয়েক হাজার গ্রাহকের দোকানের সামনে লাইন দেয়৷ দুপুরে তাদের জানানো হয় আজ রেশন দেয়া হবে না। এরপরে উত্তেজিত হয়ে পড়ে বাসিন্দারা। তারা ডিলারের ঘরে তালা দিয়ে বিক্ষোভ শুরু করে। গ্রাহকদের অভিযোগ, তারা তিন মাস ধরে রেশন পাচ্ছেন না। প্রতি মাসে আসার কথা বলে পরে ফিরিয়ে দেয়া হচ্ছে। গ্রাহকদের মাল কম দেওয়া হয় ।রেশনের মাল চুরি করে বিক্রি করছে ডিলার। যতক্ষণ পর্যন্ত এর বিহিত না হবে ততক্ষণ আন্দোলন চলবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top