তিন চাকা যান তৈরি করে নজির গড়লো জয়নগরের সুজয়

তিন চাকা যান তৈরি করে নজির গড়লো জয়নগরের সুজয়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জয়নগরের

তিন চাকা যান তৈরি করে নজির গড়লো জয়নগরের সুজয়। প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি না পেরিয়ে ও বাড়িতে বসে অভিনব তিন চাকা যান তৈরি করে নজির গড়লো জয়নগরের সুজয় মণ্ডল।  দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার থানা বাঁশবেড়িয়ার পুকুরিয়া গ্রামের বাসিন্দা সুজয় মণ্ডল। দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় এলাকার বাজার বেরিয়া প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ার পর ,আর স্কুলে যাওয়া হয়নি তার।

 

এরপর কাজের তাগিদে বাবা মায়ের সাথে জয়নগরে চলে আসেন তারা।বর্তমানে জয়নগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজয় একটি অভিনব তিন চাকা গাড়ি বানিয়ে নজর কাড়ে এলাকার মানুষের।

 

আরও পড়ুন        চল্লিশটি হাতির একটি পাল দামোদর পেরিয়ে ঢুকে পড়েছে পূর্ব বর্ধমানে

 

সুজয় এখন বিভিন্ন অনুষ্ঠান এবং পুজা পার্বণে ডেকরেশনের কাজ করেন। ছোট বেলা থেকে সুজয়ের ইচ্ছা বড় হয়ে একটা চার চাকা গাড়ি কিনবে।কিন্তু গাড়ি কেনার জন্য তো অনেক টাকার প্রয়োজন ,তাই টাকা জোগাড় করতে না পেরে সুজয় গাড়ি তৈরির সিদ্ধান্ত নেন।ঘরে বসে কাগজ পেন নিয়ে নিজের পছন্দ মত একটি গাড়ির নকশা তৈরি করেন তিনি।ঠিক করেন,একটি পুরনো মটর বাইক কিনে তার ইঞ্জিন নিয়ে বাড়িতে বাতিল হওয়া লোহার এবং ফাইবারের যেসব জিনিস আছে সেগুলি দিয়েই গাড়ি বানাবেন তিনি।

 

গাড়ি তৈরির জন্য প্রযুক্তিগত কারিগরি জানতে মাঝে মধ্যেই সুজয় আশপাশের গাড়ি গ্যারেজে গিয়ে গাড়ি মিস্ত্রী দের কাজ পর্যবেক্ষণ করতেন। এরপর ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে মাত্র একমাসের ব্যবধানে সুজয় বাড়িতে বসেই বানিয়ে ফেললেন তিন চাকার এক অভিনব যান।নাম দিলেন , স্নেক কার।

 

ওই  গাড়ি প্রস্তুত করার সময় টেস্ট ড্রাইভ এর জন্য যতবার এলাকার রাস্তায় বেড়িয়েছেন ততবারই গাড়ির সামনে ভিড় জমিয়েছে কৌতুহলী মানুষ।অভিনব তিন চাকা যান তৈরিতে সাফল্য পেয়ে সুজয় এবার তৈরি করতে চান রোবোটিক রিক্সা তৈরি করতে,সংবাদ মাধ্যমকে নিজেই জানালেন সুজয়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top