নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৪ ঠা আগস্ট : তিন তালাক বিল পাস করেছে মোদি সরকার। আর সে কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে মিষ্টিমুখ করালেন মুসলিম মহিলারা।
এদিন বীরভূমের দুবরাজপুরে একটি ধর্মশালায় অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন প্রায় শ’খানেক মুসলিম সম্প্রদায়ের মহিলা। রীতিমত ঘটা করে মোদির ছবি লাগিয়ে মিষ্টিমুখ করানো হলো তাদের স্বপ্নের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তাদের বক্তব্য আমাদের স্বাধীনতা এনে দিয়েছে মোদি সরকার, তাই অনেক অনেক ধন্যবাদ জানাই উনাকে। তাদের আরও বক্তব্য এতদিন আমরা ভয়ে ভয়ে থাকতাম, কখন তিন তালাক দিয়ে দেবে। এখন সেই ভয় আর নেই, নতুন করে স্বাধীনতা পেলাম আমরা।
তিন তালাক বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া মুসলিম মহিলাদের মনে। তাদের মুখের হাসি বলে দিচ্ছে এই বিল পাস হওয়াতে মুসলিম মহিলারা সত্যিই খুশি।