বিনোদন – টেলিপাড়ার জনপ্রিয় জুটি অভিষেক বসু ও শার্লি মোদকের সংসারে কি ভাঙনের সুর? মাত্র তিন মাস আগেই আইনি বিয়েতে বাঁধা পড়েছিলেন এই দুই তারকা। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের করা ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে সম্পর্ক ভাঙার জল্পনা দানা বাঁধছে।
চলতি বছরের ২৯ এপ্রিল আইনি বিয়ে ও এনগেজমেন্ট সেরে ফেলেন শার্লি ও অভিষেক। পাহাড়ে হানিমুনের ছবিও শেয়ার করেছিলেন। পেশাগতভাবেও ব্যস্ত ছিলেন দু’জন—অভিষেক ‘ফুলকি’-তে অভিনয় করছিলেন, শার্লি শুরু করেছেন ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে ‘মধুবনী’-র চরিত্রে। মাঝেমধ্যে যুগল রিল ভিডিয়োও শেয়ার করেছেন তাঁরা।
তবে হঠাৎ করেই বুধবার শার্লি ও অভিষেক দুজনেই তাঁদের ইনস্টাগ্রাম স্টোরিতে এমন কিছু বার্তা দেন, যা দেখে সন্দেহ জেগেছে অনুরাগীদের মনে। শার্লির লেখা, “Nothing is permanent” অর্থাৎ “কিছুই চিরস্থায়ী নয়।” অন্যদিকে, অভিষেক লেখেন, “Some things break your heart but fix your vision.” অর্থাৎ “কিছু জিনিস মন ভেঙে দেয়, কিন্তু দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে দেয়।”
এরপরই প্রশ্ন উঠেছে—তবে কি সম্পর্ক ভাঙনের দিকেই এগোচ্ছে এই নবদম্পতির জীবন? যদিও এবিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি শার্লি বা অভিষেক।
প্রসঙ্গত, এই সম্পর্ক ছিল না একমাত্র অভিজ্ঞতা—এর আগেও শার্লি ও অভিষেক দু’জনেই বিভিন্ন সম্পর্কে জড়িয়েছিলেন। অভিষেকের অতীতে অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায় ও সুরভি মল্লিকের সঙ্গে সম্পর্ক ছিল, যেগুলি পরবর্তীতে ভেঙে যায়। একইভাবে শার্লির দীর্ঘ সাত বছরের সম্পর্ক ছিল মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে, যা ২০২৩ সালের অক্টোবর নাগাদ শেষ হয়।
সব মিলিয়ে, টলিপাড়ায় এখন জোর গুঞ্জন—শার্লি ও অভিষেকের সংসার কি তবে ভাঙনের পথে? নাকি এটি শুধুই সাময়িক মনোমালিন্য? আপাতত উত্তর খুঁজছে তাঁদের ভক্তরা।
