ভাইরাল – নিউ ক্যালেডোনিয়ার উপকূলে ধরা পড়ল এক বিস্ময়কর দৃশ্য। সমুদ্রপৃষ্ঠের বালির উপর বিশ্রামরত এক স্ত্রী হাঙরের কাছে সাঁতরে আসে দু’টি পুরুষ হাঙর। দুজনেরই উদ্দেশ্য একই — সঙ্গম। প্রায় দেড় ঘণ্টা ধরে স্ত্রী হাঙরকে ঘিরে চলে অনুনয়-বিনয় ও কামড়ে ধরে রাখার চেষ্টা। শেষ পর্যন্ত রাজি হয় স্ত্রী হাঙর।
এরপর শুরু হয় বিরল দৃশ্য — একসঙ্গে তিনটি হাঙরের সঙ্গম। গবেষকদের দাবি, এই ধরনের ঘটনা প্রায় নজিরবিহীন। ভিডিওতে দেখা যাচ্ছে, ‘লিওপার্ড শার্ক’ প্রজাতির স্ত্রী হাঙরের দু’দিকের বক্ষপাখনা ধরে আছে দু’টি পুরুষ হাঙর। দেড় ঘণ্টার অপেক্ষার পর মিলনপর্ব চলে মাত্র ১১০ সেকেন্ড—প্রথম ধাপে ৬৩ সেকেন্ড এবং দ্বিতীয় ধাপে ৪৭ সেকেন্ড।
সঙ্গম শেষে ক্লান্ত পুরুষ হাঙররা সমুদ্রপৃষ্ঠে শুয়ে পড়ে, আর স্ত্রী হাঙর দ্রুত অন্যদিকে সাঁতরে সরে যায়। ‘ইউনিভার্সিটি অফ দ্য সানশাইন কোস্ট’-এর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত এই ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। গবেষকদের মতে, এই বিরল দৃশ্য হাঙরের প্রজনন আচরণ নিয়ে নতুন দিশা দেবে।
