বীরভূম – বীরভূমের তিলপাড়া ব্যারেজের ডিভাইড ওয়ালের ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। শনিবারের পর রবিবারও ফাটল আরও বড় হয়েছে এবং কিছু অংশ বসে যেতে শুরু করেছে। এই পরিস্থিতিতে সেচ দফতর ও জেলা প্রশাসন উদ্বিগ্ন। রাজ্য সেচ দফতর সেন্ট্রাল ওয়াটার কমিশনের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ড্যাম বিশেষজ্ঞ জুলফিকার আহমেদ সিউড়িতে পৌঁছেছেন এবং তাঁর উপস্থিতিতে রাজ্য সেচ দফতরের অতিরিক্ত সচিব মনীশ জৈন এক জরুরি বৈঠক করেন।
বৈঠকে ক্ষতিগ্রস্ত ব্যারেজ সংস্কারের উপায় এবং অবিলম্বে নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। সেচমন্ত্রী মানস ভুঁইয়া জানান, রুরকি আইআইটি ও সেন্ট্রাল ওয়াটার কমিশনের বিশেষজ্ঞদের আনা হচ্ছে। বৃষ্টি কমলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন। যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে এবং ফাটল ধরা অংশে নজরদারি বাড়ানো হয়েছে।
গত ২৫ জুন থেকে ময়ূরাক্ষীর জলস্তর স্বাভাবিক রাখতে একাধিক লকগেট দিয়ে জল ছাড়া হচ্ছে। ২৮ জুন ভারী মাত্রায় জল ছাড়ার ফলে ব্যারেজ ক্ষতিগ্রস্ত হয় এবং ৪ ও ৫ নম্বর লক গেটের মাঝের ডিভাইড ওয়ালে ফাটল ধরে। এরপর জেলা প্রশাসন ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। বিশেষজ্ঞদের নির্দেশ মেনে ব্যারেজের উপর চাপ কমাতে জলছাড়ের পরিমাণ বাড়ানো হয়েছে। আবহাওয়া উন্নত হলে যুদ্ধকালীন তৎপরতায় সংস্কার কাজ শুরু করা হবে বলে জানা গেছে।
