তিস্তা সেতুতে বাইক–পিকআপের মুখোমুখি সংঘর্ষে মৃত তিন, এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য

তিস্তা সেতুতে বাইক–পিকআপের মুখোমুখি সংঘর্ষে মৃত তিন, এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



জলপাইগুড়ি – জলপাইগুড়ির তিস্তা সেতুর উপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। শুক্রবার গভীর রাতে বালাপাড়া সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় একটি বাইক এবং পিকআপ ভ্যান। স্থানীয় সূত্রে জানা যায়, বাইকে তিনজন আরোহী একদিক থেকে আসছিলেন, অন্যদিক থেকে দ্রুত গতিতে ধেয়ে আসে পিকআপ ভ্যানটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে সজোরে সংঘর্ষ। সংঘর্ষের তীব্র অভিঘাতে তিন আরোহীই বাইক থেকে ছিটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা দুই আরোহীকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন আরও এক বাইক আরোহী। রাতভর বিভিন্ন জায়গায় খোঁজ চালানোর পর শনিবার সকালে তিস্তা সেতুর নিচে নদী থেকে উদ্ধার হয় সুকান্তনগরের বাসিন্দা বাপ্পা বর্মনের দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে তিনি ব্রিজ থেকে সরাসরি নিচে তিস্তা নদীতে ছিটকে পড়েছিলেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ, যদিও প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ হারানোকে দায়ী করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top