তীব্র গরমে আট থেকে আশি সবাই নাজেহাল

তীব্র গরমে আট থেকে আশি সবাই নাজেহাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

তীব্র গরমে আট থেকে আশি সবাই নাজেহাল। এই অবস্থায় রাস্তার মাঝে দাড়িয়ে থেকে নিজেদের কর্তব্য থেকে এতটুকু পিছু হটেছে না ওরা, ওরা মনে ট্র্যাফিক পুলিশের কর্মীরা এই দাবদাহের মধ্যে নিজের কর্তব্য করেছলছে তাই আজ বালুরঘাট ট্র্যাফিক পুলিশের তরফ থেকে সেই সমস্ত ডিউটি ট্র্যাফিক পুলিশ এবং কনস্টেবল দের হতে তুলে দিলে জল, ওয়ারেস এবং ছাতা। আজ বালুরঘাট থানা মোর এলাকা থেকে এই কর্মসূচি শুরু করায় বলে জানান ডি এস পি ট্র্যাফিক বিল্লমঙ্গল সাহা।

 

এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা এবং ট্র্যাফিক ওসি বাবুল হোসেন সমেত অন্যান্য পুলিশ আধিকারিক। ডি,এস ,পি ট্র্যাফিক বিল্লোমঙ্গল সাহা জানান আজ থেকে এই কর্মসূচি গোটা জেলা জুড়ে চলবে এবং জেলার প্রতিটা থানা থেকে এই উদ্যোগ নেওয়া হবে। যেখানে পথ চলতি টোটো চালক দের ওয়ারেস বিতরণ এবং ট্র্যাফিক কর্মীদের ছাতা এবং ওয়ারেস বিতরণ করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন – আজ থেকে শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে শ্রাবণ মাসের শ্রাবণী মেলা

উল্লেখ্য, তীব্র গরমে আট থেকে আশি সবাই নাজেহাল। এই অবস্থায় রাস্তার মাঝে দাড়িয়ে থেকে নিজেদের কর্তব্য থেকে এতটুকু পিছু হটেছে না ওরা, ওরা মনে ট্র্যাফিক পুলিশের কর্মীরা এই দাবদাহের মধ্যে নিজের কর্তব্য করেছলছে তাই আজ বালুরঘাট ট্র্যাফিক পুলিশের তরফ থেকে সেই সমস্ত ডিউটি ট্র্যাফিক পুলিশ এবং কনস্টেবল দের হতে তুলে দিলে জল, ওয়ারেস এবং ছাতা। আজ বালুরঘাট থানা মোর এলাকা থেকে এই কর্মসূচি শুরু করায় বলে জানান ডি এস পি ট্র্যাফিক বিল্লমঙ্গল সাহা।

 

এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা এবং ট্র্যাফিক ওসি বাবুল হোসেন সমেত অন্যান্য পুলিশ আধিকারিক। ডি,এস ,পি ট্র্যাফিক বিল্লোমঙ্গল সাহা জানান আজ থেকে এই কর্মসূচি গোটা জেলা জুড়ে চলবে এবং জেলার প্রতিটা থানা থেকে এই উদ্যোগ নেওয়া হবে। যেখানে পথ চলতি টোটো চালক দের ওয়ারেস বিতরণ এবং ট্র্যাফিক কর্মীদের ছাতা এবং ওয়ারেস বিতরণ করা হবে বলে জানা গেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top