তীব্র দাবদাহে সিভিক ভলেন্টিয়ারদের পাশে দাঁড়ালো সাঁকরাইল থানার ওসি। চাঁদি ফাটা গরমে নিত্যদিন নিরাপত্তার স্বার্থে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী, রগড়া সহ প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে প্রতিদিন সকাল থেকেই ডিউটি করতে হয় সিভিক ভলেন্টিয়াদের। আর এই অবস্থা থেকে কিছুটা স্বস্তি দিতে তাদের পাশে দাঁড়ালো সাঁকরাইল থানার ওসি। শুক্রবার গরমের হাত থেকে রক্ষা করতে সাঁকরাইল থানার ওসি খন্দকার সাইফুদ্দিন আহমেদ এর উদ্যোগে একটি করে ছাতা, গ্লুকোন ডি, টুপি, জলের বোতল তাদের হাতে তুলে দেওয়া হয়। এই গরমে যাতে কোন সিভিক ভলেন্টিয়ার অসুস্থ হয়ে না পড়ে তার জন্য এই উদ্যোগ বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানা যায়।
সাঁকরাইল থানার ওসির এই উদ্যোগে সিভিক ভলেন্টিয়ার এবং এলাকার বাসিন্দারা খুশি। রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করেও সিভিক ভলেন্টিয়ারা সাঁকরাইল ব্লকের গুরুত্বপূর্ণ এলাকা গুলিতে নিরাপত্তার কাজ করছেন। প্রচণ্ড গরমে যখন মানুষ গৃহবন্দি অবস্থায় রয়েছে, তখনো রাস্তায় দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়ার রা তাদের কর্তব্য পালন করছেন মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। তাই সাঁকরাইল থানার ওসি এই গরমের হাত থেকে যাতে সিভিক ভলেন্টিয়ার রা কিছুটা রক্ষা পায় তার জন্য প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার কে একটি করে ছাতা, গ্লুকোন ডি, টুপি, জলের বোতল তুলে দেওয়ার ব্যবস্থা করেন।
আর ও পড়ুন ভিটেমাটিতে ফিরে এলো সাতটি পরিবার
গরমের সময় তারা কিছুটা হলেও উপকৃত হবেন বলে সাঁকরাইল থানার ওসি খন্দকার সাইফুদ্দিন আহমেদ এই উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ বাসিন্দারা জানান। সাঁকরাইল থানার ওসি এর আগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায় মানুষকে উদ্ধার করে তার পরিবার এর হাতে তুলে দিয়েছেন। তার কর্ম কাণ্ডে খুশি সাঁকরাইল থানার সর্বস্তরের মানুষ। সেই জন্য শুক্রবার তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন তাকে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের মানুষ। সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার দের পক্ষ থেকে সাঁকরাইল থানার ওসি তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য তাকে কৃতজ্ঞতা জানান।