তুঙ্গাধুয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয় উদ্বোধন। দীর্ঘদিন ধরে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের তুঙ্গাধুয়া কারখানায় INTTUC এর শ্রমিকরা কাজ করলেও তাদের কোন কার্যালয় ছিল না। অবশেষে তাদের কার্যালয় তৈরি করা হয়। শুক্রবার ওই নবনির্মিত কার্যালয়ে তৃণমূল কংগ্রেস এর দলীয় পতাকা উত্তলন এবং ফিতা কেটে উদ্বোধন করলেন খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়। এছাড়াও ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবনাথ হাঁসদা, গোপীবল্লবপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাত, সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি কমল কান্ত রাউৎ সহ আরো অনেকে।
খড়্গপুর গ্রামীনের বিধায়ক দীনেন রায় বলেন তুঙ্গাধুয়া এলাকায় উল বেঙ্গল কারখানা এমনকি ছোট বড় অনেক কারখানা রয়েছে এই এলাকায়,অথচ দলের শ্রমিক সংগঠনের কোন কার্যালয় না থাকায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে শ্রমিকদের। তবে এরপর আর সমস্যায় পড়তে হবে না কারখানার শ্রমিকদের। ওই এলাকায় শ্রমিক সংগঠনের কার্যালয় উদ্বোধন হওয়ায় খুশি ওই এলাকার সমস্ত শ্রমিকরা। তৃণমূলের শ্রমিক সংগঠন এর কার্যালয়ের উদ্বোধনের পরে তুঙ্গাধুয়া এলাকায় তৃণমূলের শ্রমিক সংগঠন আই এনটিটিইউসি এর উদ্যোগে একুশে জুলাই এর সমর্থনে প্রস্তুতি মিছিলের আয়োজন করা হয়।
আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কলকাতার ধর্মতলায় শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হবে । সেই শহীদ স্মরণ সভা সফল করে তোলার লক্ষ্যে শুক্রবার সাঁকরাইল ব্লক তৃণমূলের শ্রমিক সংগঠনের উদ্যোগে তুঙ্গাধুয়া উল বেঙ্গল কারখানা থেকে তুঙ্গাধুয়া বাস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১ কিমি প্রস্তুতি মিছিল করা হয়।এই মিছিলে নেতৃত্ব দেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো।
আরও পড়ুন – কাঁথি পুরসভা ডেপুটেশন দিতে এসে কাউন্সিলরের হাতে শ্লীলতাহানি শিকার এক মহিলা
এছাড়াও এ দিনের এই মিছিলে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউত, ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ধীরেন্দ্রনাথ মাহাতো সহ আরো অনেকেই। মিছিলের পরে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউৎ বলেন দু’বছর পরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর এবছর স্বতঃস্ফূর্তভাবে সাঁকরাইল ব্লকের কর্মী ও সমর্থকরা একুশে জুলাই ধর্মতলার শহীদ দিবসে যাওয়ার জন্য তৈরি হয়ে আছেন। সেই সঙ্গে তিনি এলাকার সর্বস্তরের মানুষকে একুশে জুলাই এর সভায় অংশগ্রহণ করার আহ্বান জানান।