পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধিতে কোচবিহার -তুফানগঞ্জ -বক্সীরহাট- রামপুর রুটে ৭০ শতাংশ বাস চলছে না। উৎসবের মরশুমে প্রতিদিনই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। মূল্যবৃদ্ধির জেরে সমস্যায় পড়েছেন বাস মালিক থেকে চালক প্রত্যেককেই। বাস মালিকদের দাবি, ৭০ শতাংশো বাস এখন কোচবিহার -তুফানগঞ্জ- বক্সিরহাট -রামপুর রুটে চলছে না।
তার একমাত্র কারণ পেট্রল -ডিজেলের সেঞ্চুরি পার। এমনকি ডিজেলের মূল্য বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন অটোচালকেরাও। ফলে পরিবার নিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। এমনকি পেট্রোল-ডিজেলের সাথে কেরোসিন মিশিয়ে গাড়ি চালাচ্ছেন অনেকে।সমস্যায় পরে আবার অনেকে বেছে নিয়েছেন বিকল্প পেশা।কেউ টোটো চালাচ্ছেন,তো কেউ আবার ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন কাজের খোঁজে।
আর ও পড়ুন গোল্ড লোনের নামে প্রতারণা শিলিগুড়িতে
কোচবিহারে পেট্রল ১১০টাকা ছুঁই ছুঁই। ইতিমধ্যেই সেঞ্চুরি পার করেছে ডিজেল।একেতেই উৎসবের মরসুম, তার ওপর করোনাকাল। বিপাকে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত। বিগত কিছুদিন ধরেই পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে চলেছে। চলতি অক্টোবর মাসের মধ্যেই ২০ বার ডিজেল ও পেট্রোলের দাম বাড়ল।
উল্লেখ্য, পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধিতে কোচবিহার -তুফানগঞ্জ -বক্সীরহাট- রামপুর রুটে ৭০ শতাংশ বাস চলছে না। উৎসবের মরশুমে প্রতিদিনই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। মূল্যবৃদ্ধির জেরে সমস্যায় পড়েছেন বাস মালিক থেকে চালক প্রত্যেককেই।
বাস মালিকদের দাবি, ৭০ শতাংশো বাস এখন কোচবিহার -তুফানগঞ্জ- বক্সিরহাট -রামপুর রুটে চলছে না।তার একমাত্র কারণ পেট্রল -ডিজেলের সেঞ্চুরি পার। এমনকি ডিজেলের মূল্য বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন অটোচালকেরাও। ফলে পরিবার নিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। এমনকি পেট্রোল-ডিজেলের সাথে কেরোসিন মিশিয়ে গাড়ি চালাচ্ছেন অনেকে।সমস্যায় পরে আবার অনেকে বেছে নিয়েছেন বিকল্প পেশা।কেউ টোটো চালাচ্ছেন,তো কেউ আবার ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন কাজের খোঁজে।
কোচবিহারে পেট্রল ১১০টাকা ছুঁই ছুঁই। ইতিমধ্যেই সেঞ্চুরি পার করেছে ডিজেল।একেতেই উৎসবের মরসুম, তার ওপর করোনাকাল। বিপাকে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত। বিগত কিছুদিন ধরেই পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে চলেছে। চলতি অক্টোবর মাসের মধ্যেই ২০ বার ডিজেল ও পেট্রোলের দাম বাড়ল।