বিনোদন – টলিপাড়ার অন্যতম পশুপ্রেমী ও বর্তমানে বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের এক গভীর দুঃখের অভিজ্ঞতা শেয়ার করলেন সম্প্রতি। অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখে এখন রাজনৈতিক জীবনেই ব্যস্ত তিনি। তবে নিজের এই ব্যস্ত সময়ের মাঝেও পোষ্যদের সঙ্গে সময় কাটানো ছিল তাঁর কাছে পরম আনন্দের।
গত ২২ জুন সায়ন্তিকার জীবনে ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা—মারা যায় তাঁর প্রিয় পোষ্য, গোল্ডেন রিট্রিভার সিরাজ। সোশ্যাল মিডিয়ায় এই দুঃখের সংবাদ জানান তিনি নিজেই। পোষ্য হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন বিধায়ক-অভিনেত্রী। সিরাজের স্মৃতি যাতে আজীবন সঙ্গে থাকে, সেই উদ্দেশ্যেই বাঁ হাতের মধ্যমাতে করালেন এক বিশেষ ট্যাটু—ইংরেজিতে লেখা ‘Siraj’-এর নাম, আর তার ওপর একটি রাজার মুকুট।
এই ট্যাটুর ছবি শেয়ার করে সায়ন্তিকা লেখেন, “২২ জুনের স্মৃতিতে এই ট্যাটু করলাম। তুমি যতদিন ছিলে রাজার মতো ছিলে, তুমি চলে গেলে রাজার মতো, সিরাজ।” সিরাজের প্রতি তাঁর আবেগ ও ভালোবাসা আরও একবার ফুটে উঠেছে এই লেখায়।
সায়ন্তিকা আরও শেয়ার করেন সিরাজের সঙ্গে কাটানো কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি—কোথাও সিরাজ জানলা দিয়ে উঁকি দিচ্ছে, কোথাও বা সায়ন্তিকার পাশে বসে আছে, আবার কোথাও চলছে মিষ্টি খুনসুটি। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, “সিরাজ, তোর আত্মার শান্তি কামনা করছি। তুই তোর সঙ্গে আমার হৃদয়টাকেও নিয়ে চলে গিয়েছিস। তোকে ছাড়া আমি আর আগের মতো থাকতে পারব না। তুই ছিলি আমার গোটা পৃথিবী। আমরা সবাই তোকে খুব ভালবাসি।”
প্রিয় পোষ্যের চলে যাওয়া যেন একটা শূন্যতা তৈরি করেছে সায়ন্তিকার জীবনে। তবে সেই স্মৃতিকে হৃদয়ে গেঁথে রাখতে এই ট্যাটু যেন হয়ে উঠেছে তাঁর আবেগের প্রতীক।
