নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ :- তুরস্ক যোগা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে সকলকে তাক লাগালো মুর্শিদাবাদের বহরমপুরের, অনন্যা সরকার।জানা গেছে বহরমপুর শহরের বানজেটিয়া এলাকার এই ছাত্রী নবম শ্রেণীতে পাঠরত।অনলাইনে সে তুরস্ক প্রতিযোগিতায় অংশ নেয় এবং ইউ টিউব চ্যানেল দ্বারা পরীক্ষার ফলাফল জানতে পারে।
সে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই খবর জানাজানি হতেই মধ্যবিত্ত পরিবারের বছর বারোর এই ছাত্রীর চরম সাফল্যতে খুশির জোয়ার এলাকা জুড়ে ।