বনগাঁয় তুলো বোঝাই ট্রাকে ব্যাপক আগুন। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর নরহরিপুরে পৌরসভার জোন ৩ পার্কিংয়ে কয়েকটি তুলো বোঝাই ট্রাকে ব্যাপক আগুন । কয়েক কোটি টাকার ক্ষতির সম্ভাবনা । দমকলের ছটি ইঞ্জিন পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা বনগাঁ পৌরসভা এলাকার নরহরিপুরে পৌরসভার জোন ৩ পার্কিংয়ে শনিবার রাতে তুলোর গাড়িতে আগুন লক্ষ করতে পারে স্থানীয়রা । দমকলে খবর দেওয়া আর পরে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছাতে পৌঁছাতে ১০ টির বেশি গাড়িতে তা ছড়িয়ে পড়ে ।
আর ও পড়ুন বিনামূল্যে রেশনের মেয়াদ আরও বাড়ানোর দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি সৌগত রায়ের
তুলো বোঝাই ট্রলার থাকায় আগুন দ্রুত ছড়ায় । ঘটনাস্থলে পৌঁছে দমকলের কাজের তদারকি করেন বনগাঁর পৌর প্রশাসক গোপাল শেঠ । পরবর্তীতে দমকলের ৬ টি ইঞ্জিন পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । এখনো তুলোর মধ্যে মাঝে মাঝে আগুনের ফুলকি লক্ষ করা যাচ্ছে বলে সর্বশেষ জানা গিয়েছে।
উল্লেখ্য, বনগাঁয় তুলো বোঝাই ট্রাকে ব্যাপক আগুন। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর নরহরিপুরে পৌরসভার জোন ৩ পার্কিংয়ে কয়েকটি তুলো বোঝাই ট্রাকে ব্যাপক আগুন । কয়েক কোটি টাকার ক্ষতির সম্ভাবনা । দমকলের ছটি ইঞ্জিন পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা বনগাঁ পৌরসভা এলাকার নরহরিপুরে পৌরসভার জোন ৩ পার্কিংয়ে শনিবার রাতে তুলোর গাড়িতে আগুন লক্ষ করতে পারে স্থানীয়রা ।
দমকলে খবর দেওয়া আর পরে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছাতে পৌঁছাতে ১০ টির বেশি গাড়িতে তা ছড়িয়ে পড়ে । তুলো বোঝাই ট্রলার থাকায় আগুন দ্রুত ছড়ায় । ঘটনাস্থলে পৌঁছে দমকলের কাজের তদারকি করেন বনগাঁর পৌর প্রশাসক গোপাল শেঠ । পরবর্তীতে দমকলের ৬ টি ইঞ্জিন পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । এখনো তুলোর মধ্যে মাঝে মাঝে আগুনের ফুলকি লক্ষ করা যাচ্ছে বলে সর্বশেষ জানা গিয়েছে।