পাহাড়ে বৃষ্টি ও তুষারপাত, দক্ষিণে উধাও শীত! পশ্চিমী ঝঞ্ঝা যেন দু-ভাগে ভাগ করে দিয়েছে বাংলাকে। বছর শেষ হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। কিন্তু ডিসেম্বরের শেষেও দেখা নেই জাঁকিয়ে ঠান্ডার। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির উপরে। তারই মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে উত্তুরে হাওয়া আটকে দক্ষিণবঙ্গের শীত উধাও করেছে ছেড়েছে, আর উত্তরবঙ্গে বিশেষ করে শৈলশহরে তুষারপাত ঘটিয়ে শীতের কাঁপুনি ধরিয়ে দিয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বুধবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩০ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতাকেও ভোগাতে পারে এই বৃষ্টি। উত্তরপ্রদেশ থেকে আসা এক ঘূর্ণাবর্তের জেরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে, বলে জানাচ্ছে হাওয়া অফিস। এই সময় দার্জিলিংয়ের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাচ্ছে। ফলে তুষারপাত হচ্ছে টাইগার হিলে। টাইগার হিল সংলগ্ন রাস্তাঘাট ঢেকেছে বরফের চাদরে। গত দুদিন ধরে তুষারপাত হচ্ছিল দার্জিলিংয়ের সান্দাকাফু ও সিকিমের ছাঙ্গুতে।
আর ও পড়ুন শিলিগুড়িতে অশোকেই ভরসা বামেদের
এবার টাইগার হিলেই সেই নান্দনিক দৃশ্যের অবতারণা হল। একইসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, বাংলার একদিকে যেমন প্রবল ঠান্ডায় তুষারপাত হচ্ছে, অন্যদিকে শীত উধাও। কলকাতার তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় অন্তত চার ডিগ্রি বেশি। আকাশে মেঘ রয়েছে। দু-এক পশলা বৃষ্টিও হয়েছে। ফলে ঠান্ডা গায়েব। আবহবিদরা জানিয়েছেন, কলকাতা ও শহরতলি-সহ দক্ষিণবঙ্গের এই আবহাওয়া অবশ্য বৃহস্পিতবার থেকে উন্নতি হবে।
পরিষ্কার হবে আকাশ। মেঘ কেটে ফের রোদের দেখা মিলবে। ধীরে ধীরে নামতে শুরু করবে পারদ। তবে শীতের কাঁপুনি ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে। শৈলশহরে হাড়কাঁপানো ঠান্ডা। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ৫ থেকে ৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিং, সিকিম-সহ বিস্তীর্ণ এলাকায় তুষারে ঢেকেছে রাস্তাঘাট। দার্জিলিং মেঘে ঢাকা। সারাদিন দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন। হতে পারে শিলাবৃষ্টিও।