নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১৩ নভেম্বর, ২০২০: বুধবার রাত্রে অণ্ডালে তৃণমূল কর্মীর হাতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্ত বিদ্যুৎ নুনিয়া সহ ৯জন অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় শুক্রবার।
অণ্ডালের খাস কাজোড়া এলাকায় ধরমবীর নুনিয়া নামে এক তৃণমূল কর্মী খুন হয়।তদন্তে নেমে অন্ডাল থানার পুলিশ ওই এলাকার ৯জন অভিযুক্তকে গ্রেফতার করে।শুক্রবার অণ্ডাল থানা থেকে ৯দোষীকে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে।
আরও পড়ুন…স্কুল ফি পরিকাঠামো নিয়ে ফের অভিভাবকদের বিক্ষোভ
ধৃত এক দোষী শিবসঙ্কর নুনিয়া জানান তিনি বাড়িতে ঘুমাচ্ছিলেন হটাৎ পুলিশ তাকে তুলে নিয়ে চলে আসে।