নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১৮ই জুলাই :তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত ইলামবাজার থানার ধরমপুর পঞ্চায়েতের শুনমুনি গ্রাম।
গতকাল রাতে একে অপরকে মারধর করার অভিযোগ ওঠে।ঘটনায় গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে রাতেই ইলামবাজার থানার পুলিশ যায়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ধরমপুর অঞ্চলের তৃনমূলের সভাপতি নাজির সেখ ও স্থানীয় তৃনমূল নেতা জালাল সেখের গোষ্ঠীর মধ্যে ঝামেলা। যার জেরে দুই পক্ষের ৭-৮ জন আহত। তাদের ইলামবাজার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত ইলামবাজার থানার শুনমুনি গ্রাম
তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত ইলামবাজার থানার শুনমুনি গ্রাম
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram