নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া ,২৮ ই এপ্রিল ; তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো বাঁকুড়ার জয়পুরের উত্তরবাড় অঞ্চলের কসবা গ্রাম। শনিবার থেকে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত পাঁচ জন।
শনিবার জয়পুর ব্লক তৃণমূল যুব সভাপতি বাবর আলি কোটালের নেতৃত্বে বাইক মিছিল হয়। সেই বাইক মিছিলে সমর্থনকারী কয়েক জনকে প্রতিপক্ষ জাকির আলির লোক জন মারধোর করে বলে অভিযোগ। এই ঘটনায় আহতদের বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি সেখানেই তাদের চিকিৎসা চলছে। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি জাকির গোষ্ঠীর লোক হিসেবে পরিচিত খাসমত আলি বায়েনের অভিযোগ, বাবর আলি কোটালের গোষ্ঠীর
লোকজন তাদের মারধোর করেছে। অন্যদিকে আহত হয়ে হাসপাতালে ভর্তি বাবর আলি কোটালের পক্ষের মুজিবর মণ্ডল জাকির গোষ্ঠীর বিরুদ্ধে মারধোরের অবিযোগ তুলছেন।
লোকসভা নির্বাচনের আগে শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত জয়পুর। এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।