নিজস্ব সংবাদদাতা ১২ নভেম্বর পশ্চিম বর্ধমান: খাস কাজোড়া এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল হয়ে উঠল এলাকা। চলল গুলি। মৃত্যু হল ধরম বীর নুনিয়া নামে এক তৃনমূল সমর্থকের।
জানা গেছে গতকাল রাত্রে হটাৎই বেশ কিছু যুবক মোটরবাইক এ চেপে এসে ধরম বীর কে আক্রমণ করে তার বাড়ির সামনে। বেশ কয়েক রাউন্ড গুলি চালায় তারা। ধরম বীর কে বাঁচাতে গেলে আর ও দু জন আহত হয়। তাদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা পরিষদের সদস্য বিষ্ণু দেব নুনিয়া জানান..হটাৎই রাত্রে গুলির শব্দ শুনতে পান তিনি। ঘটনাস্থলে এসে দেখেন লোকজন জমা হয়ে গেছে। গুলি লেগেছে ধরম বীরের। আক্রমনকারীরাও তৃনমূল সমর্থক বলে জানিয়েছেন তিনি। তবে কি কারণে এমন ঘটনা তার তদন্তে নেমেছে পুলিশ। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।