তৃণমূলের দুই বহিষ্কৃত নেতাকে দলে ফেরাল চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস। ছয় মাস বহিষ্কৃত থাকার পর পুনরায় দলে ফিরিয়ে দায়িত্ব ভার বুঝে পেলেন উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের হেভি ওয়েট তৃণমূল নেতা তথা চোপড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি ও যুব নেতা জাকির আবেদিন । তিনি চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন। কিন্তু মাঝখানে সংগঠনের কাজে সঠিক ভাবে না চলায় তাকে দল ছয় মাসের জন্য বহিষ্কার করেন ।
আরও পড়ুন – দীপাবলি ও শ্যামাপূজা নিয়ে রাজারহাট থানা কমিটির প্রশাসনিক বৈঠক
বহিষ্কার করার পরেও দলীয় কাজে সমর্থন এবং দলের প্রতি আস্থা রাখার কারণে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বুধবার তাকে একটি চিঠি দিয়ে পুনরায় তাকে দলে ফেরান। তার সাথে তাকে চোপরা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পদে নিযুক্ত করেন । বৃহস্পতিবার থেকে জাকির আবেদিন পুনরায় সংগঠনের কাজে যোগ দেন । জাকির বাবু জানান তাকে তার পদ এবং দলে ফেরানোর জন্য চোপড়ার বিধায়ক হামিদুল রহমান এবং ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ কে ধন্যবাদ জানান ।
এ ব্যাপারে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, প্রীতি রঞ্জন ঘোষ জানান , জাকির আবেদীন এবং হাপ্তিয়া গছ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাকির আহমেদ কে দল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছিল । সেই ছয় মাস উত্তীর্ণ হওয়ার কারণে গত ১৫ অক্টোবর চোপরা ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকের সিদ্ধান্তে দুজনকেই দলে ফিরিয়ে নেওয়া হয় । সেই সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দুজনকে দলে যোগদান করে সংগঠনের কাজ করার অনুমতি দেওয়া হয়। তাই বৃহস্পতি বার থেকে দুজনেই সংগঠনের কাজে যোগ দিয়েছেন । তৃণমূলের দুই বহিষ্কৃত