তৃণমূলের ফেসবুক হ্যাক অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করবার অভিযোগ উঠল বিজেপির আইটি সেল-এর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় জেলার রাজনীতি। অভিযোগ, কোচবিহারে সাড়া ফেলে দেওয়া তৃণমূল নেতার ভাবমূর্তি নষ্ট করবার জন্য এই ধরনের ঘৃণ্য চক্রান্ত করেছে পদ্ম শিবির।
জানা যায়, গত ৩১শে আগস্ট হঠাৎই অভিজিৎ বাবুকে নিজের অফিশিয়াল ফেসবুক পেজের এডমিন থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তিনি দেখতে পারেন তার এই অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছে এই প্রেক্ষাপট থেকে দাঁড়িয়ে তিনি ফেসবুকের সংস্থা সহ বিভিন্ন সাইবার বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করেন। এরপর ফেসবুক কতৃপক্ষের তরফে জানানো হয় যে, এই পেজটিকে হ্যাক করেছে সে কোন ভাবেই পেজটিকে ব্যবহার করতে পারবে না।
আরও পড়ুন- পেনশন না পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন পেনশন প্রাপকরা
ফলে অভিজিৎবাবু একটু আশ্বস্ত হন বলে জানা গেছে। আগামীকাল রাতে দেখা যায় সেই পেজে দুটি কুরুচিকর ভোজপুরি নৃত্য পোস্ট করা হয়। এবং পর মুহুর্তে ওই ফেসবুক পেজের প্রোফাইল ও কভার চিত্র পাল্টে দেওয়া হয়। এই অবস্থায় দাঁড়িয়ে অভিজিৎবাবু বুধবার তার বক্তব্য স্পষ্ট করেন।
এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, যেহেতু আমি কেন্দ্রের সরকারের বিরুদ্ধে তাদের ভুলভ্রান্তি গুলিকে তুলে নিয়ে আসি, সেই কারণেই আমার ওপর এধরনের কার্যকলাপ করা হচ্ছে।
উলেখ্য, কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করবার অভিযোগ উঠল বিজেপির আইটি সেল-এর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় জেলার রাজনীতি। অভিযোগ, কোচবিহারে সাড়া ফেলে দেওয়া তৃণমূল নেতার ভাবমূর্তি নষ্ট করবার জন্য এই ধরনের ঘৃণ্য চক্রান্ত করেছে পদ্ম শিবির। জানা যায়, গত ৩১শে আগস্ট হঠাৎই অভিজিৎ বাবুকে নিজের অফিশিয়াল ফেসবুক পেজের এডমিন থেকে সরিয়ে দেওয়া হয়।