তৃণমূলের বড়সড় রদবদল , সর্বভারতীয় সাধারণ সম্পাদক হচ্ছেন অভিষেক

তৃণমূলের বড়সড় রদবদল , সর্বভারতীয় সাধারণ সম্পাদক হচ্ছেন অভিষেক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ৫ জুন ২০২১ :তৃণমূল কংগ্রেসে বড়সড় রদবদলের ঘোষণা করা হল শনিবার তৃণমূল ভবন থেকে। এক ব্যাক্তি এক পদ নীতিতেই হাঁটলতৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটে বিপুল সাফল্যের পর শনিবার দুটি গুরুত্বপূর্ণ বৈঠক বসছেন তৃণমূলে শীর্ষ নেতা-নেত্রীরা।দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হচ্ছেন অভিষেক।

এবং তার জন্যই তিনি আর যুব তৃণমূলের রাজ্য সভাপতি থাকছেন না। অভিষেকের জায়গায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী হচ্ছেন সায়নী ঘোষ।অন্যদিকে , শ্রমিক-কৃষক-মহিলা সংগঠনের একাধিক পদে রদবদল করা হয়েছে। শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় শ্রমিক সংগঠনের সভানেত্রী হচ্ছেন দোলা সেন।সর্বভারতীয় মহিলা সংগঠনের সভানেত্রী হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার।পাশাপাশি, বঙ্গ জননী বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে মালা রায়কে। তৃণমূলের কালচারাল সেলের প্রধান হচ্ছেন রাজ চক্রবর্তী। কৃষক সংগঠনের রাজ্য সভাপতি হতে চলেছেন পূর্ণেন্দু বসু। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক হলেন কুণাল ঘোষ।

বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘তৃণমূলে এক ব্যক্তি এক পদ নীতি কার্যকর হয়েছে। ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের নেতাদের কড়া বার্তা দেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দলনেত্রী বলেছেন, ভাবমূর্তি স্বচ্ছ রাখতে হবে। গরু-কয়লা কেলেঙ্কারিতে যেন কেউ না জড়িয়ে পড়েন। একইসঙ্গে অযথা কারণে লালবাতি লাগানো গাড়ি ব্যবহার না করার নির্দেশও দিয়েছেন মন্ত্রীদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top