নিজস্ব সংবাদদাতা ১৮ অক্টোবর ২০২০ নিউ জলপাইগুড়ি: তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয় ভাংচুরের অভিযোগে গ্রেপ্তার করা হয় বিজেপি নেতা জয়দীপ নন্দীকে। তারই প্রতিবাদে সরব হয়ে এদিন সন্ধ্যায় বিজেপি নেতা কর্মীরা নিউজলপাইগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
এদিন মিছিল করে নিউ জলপাইগুড়ি থানা ঘেরাও করতে এলে পুলিশ খবর পেয়ে থানার সামনে ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। অপ্রিতীকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহীনি ঘটনাস্থলে মজুত রাখা হয়। ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাজু সাহা জানান, নিউ জলপাইগুড়ি স্টেশানে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা। তৃণমূলের হামলায় ওখানকার সুপারভাইজারের মাথা ফেটে যায় তিনি হাসপাতালে ভর্তি। তৃণমূল শ্রমিক সংগঠনের পার্টি অফিস বিজেপি ভাঙচুর করেছে তার কেনো প্রমাণ নেই। আগামী কালের মধ্যে তাকে ছাড়া না হলে শিলিগুড়ি স্তব্ধ করে দেওয়া হবে ও বিজেপির রাজ্য ও কেন্দ্র নেতৃত্ব থাানয় এসে বিক্ষোভ দেখাবে বলে হুশিয়ারী দেন রাজু সাহা।