তৃণমূলের সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার তৃনমূলের সম্ভর্ধনা অনুষ্ঠান হল দলের ফালাকাটা ব্লক কার্যালয়ে। তৃণমূল কংগ্রেসের নব নির্বাচিত টাউন ও গ্রামীণ ব্লক নেতৃত্বকে শনিবার ওই সংবর্ধনা দেওয়া হয়।আইএনটিটিইউসি ফালাকাটা টাউন ব্লকের পক্ষ থেকে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।আইএনটিটিইউসি’র ফালাকাটা টাউন ব্লক সভাপতি অশোক সাহা বলেন,দলের নব নির্বাচিত পদাধীকারিকদের এদিন সংবর্ধনা দেওয়া হয়।
পাশাপাশি নতুন করে টাউন ও গ্রামীণ ব্লকে ইউনিট কমিটিও গঠন করার বিষয়ে এদিন আলোচনা হয়।একাধিক কেন্দ্রীয় তদন্ত কারি এজেন্সির বিরুদ্ধেও শহর জুড়ে আন্দোলনে নামা হবে। এদিন তৃণমূলের টাউন ব্লক সভাপতি শুভব্রত দে, গ্রামীণ ব্লক সভাপতি সুভাষ রায়,মহিলা টাউন ব্লক সহ অন্য নেতৃত্বদের সংবর্ধনা দেওয়া হয় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে।
আরও পড়ুন – ডেবরায় ‘ডাইনি’ অপবাদে এক বৃদ্ধকে ঘরছাড়া করার নিদান দিল গ্রামের মাতব্বররা!
উল্লেখ্য, শনিবার তৃনমূলের সম্ভর্ধনা অনুষ্ঠান হল দলের ফালাকাটা ব্লক কার্যালয়ে। তৃণমূল কংগ্রেসের নব নির্বাচিত টাউন ও গ্রামীণ ব্লক নেতৃত্বকে শনিবার ওই সংবর্ধনা দেওয়া হয়।আইএনটিটিইউসি ফালাকাটা টাউন ব্লকের পক্ষ থেকে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।আইএনটিটিইউসি’র ফালাকাটা টাউন ব্লক সভাপতি অশোক সাহা বলেন,দলের নব নির্বাচিত পদাধীকারিকদের এদিন সংবর্ধনা দেওয়া হয়।
পাশাপাশি নতুন করে টাউন ও গ্রামীণ ব্লকে ইউনিট কমিটিও গঠন করার বিষয়ে এদিন আলোচনা হয়।একাধিক কেন্দ্রীয় তদন্ত কারি এজেন্সির বিরুদ্ধেও শহর জুড়ে আন্দোলনে নামা হবে। এদিন তৃণমূলের টাউন ব্লক সভাপতি শুভব্রত দে, গ্রামীণ ব্লক সভাপতি সুভাষ রায়,মহিলা টাউন ব্লক সহ অন্য নেতৃত্বদের সংবর্ধনা দেওয়া হয় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে।
তৃণমূলের সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার তৃনমূলের সম্ভর্ধনা অনুষ্ঠান হল দলের ফালাকাটা ব্লক কার্যালয়ে। তৃণমূল কংগ্রেসের নব নির্বাচিত টাউন ও গ্রামীণ ব্লক নেতৃত্বকে শনিবার ওই সংবর্ধনা দেওয়া হয়।আইএনটিটিইউসি ফালাকাটা টাউন ব্লকের পক্ষ থেকে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।আইএনটিটিইউসি’র ফালাকাটা টাউন ব্লক সভাপতি অশোক সাহা বলেন,দলের নব নির্বাচিত পদাধীকারিকদের এদিন সংবর্ধনা দেওয়া হয়।