নিউজ ডেস্ক ২২জানুয়ারি ২০২১: তৃণমূলের ভাঙ্গন শুরু হয়ে গেছে চারিদিকে। রোজই তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে অসংখ্য নেতা কর্মী এই পরিস্থিতিকে কিছু টা উসকে দিলেন বাংলা ওয়েব সিরিজের হার্টথ্রব সৌরভ দাস।
আজ তৃণমূলের দলীয় পতাকা সৌরভের হাতে তুলে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। অভিনেতা অভিনেত্রীদের প্রায়শই দেখা যায় যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে কিন্তু যেভাবে তৃনমূল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছে সেখানে তৃণমূলে যোগদান কিছুটা বালির মধ্যে মরীচিকার মত। তাঁর তৃণমূলে যোগদান যেনো পুনর্জন্মের মত। এদিনের সভায় তিনি বলেন,” মমতা বন্দ্যোপাধ্যায় আমার ইন্সপিরেশন। যে আগুনটা তাঁর মধ্যে দেখেছি সেটা ছোট থেকেই আমাকে অনুপ্রাণিত করে। টলিউডে তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছে সকলেই।
আরও পড়ুন….রাজীব বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিলেন মন্ত্রিত্ব পদ থেকে