তৃণমূল ও সিপিআই এম ছেড়ে বিজেপিতে যোগদান! পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে তৃণমূল ও সিপিআই এম ছেড়ে ১৪ জন যুব নেতৃত্ব বিজেপিতে যোগদান করলো। কোলাঘাটের বিজেপির দলীয় কার্যালয়ে ১৪ জন যুব কর্মীকে দলীয় পতাকা তুলে দেন বিজেপি জেলা নেতা তুষার দোলুই এছাড়াও ছিলেন রাজীব জৈন। এদিন তুষার বাবু জানান, গত কয়েকদিন আগেও ২৫ জন যোগদান করেছিলো, আজও ফের ১৪ যুব কর্মী যোগ দিলো।
পঞ্চায়েত নির্বাচনের আগে বহু তৃণমূল ও সিপিএম থেকে এই কোলাঘাটে যোগদান করবে, শুধু সময়ের অপেক্ষা। এদিন পুলশিটা অঞ্চল এলাকার এই ১৪ যুবকর্মী যোগদান করেন। তবে এই ১৪ জনের সাথে আরো ৩০ স্থানীয় কর্মী সাথে আছে বলে জানান বিজেপি জেলা মেতা তুষার দোলুই জানান। তবে এ বিষয়ে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা সুরজিৎ মান্না জানান, এরা কেউ তৃণমূল করতো না।তলে তলে বিজেপি করতো। এগুলো বিজেপি লোক দেখানো বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সুরজিৎ মান্না।
আরও পড়ুন – মাঠে পড়ে থাকা তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক মহিলার মৃত্যু
উল্লেখ্য,ন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে তৃণমূল ও সিপিআই এম ছেড়ে ১৪ জন যুব নেতৃত্ব বিজেপিতে যোগদান করলো। কোলাঘাটের বিজেপির দলীয় কার্যালয়ে ১৪ জন যুব কর্মীকে দলীয় পতাকা তুলে দেন বিজেপি জেলা নেতা তুষার দোলুই এছাড়াও ছিলেন রাজীব জৈন। এদিন তুষার বাবু জানান, গত কয়েকদিন আগেও ২৫ জন যোগদান করেছিলো, আজও ফের ১৪ যুব কর্মী যোগ দিলো।
পঞ্চায়েত নির্বাচনের আগে বহু তৃণমূল ও সিপিএম থেকে এই কোলাঘাটে যোগদান করবে, শুধু সময়ের অপেক্ষা। এদিন পুলশিটা অঞ্চল এলাকার এই ১৪ যুবকর্মী যোগদান করেন। তবে এই ১৪ জনের সাথে আরো ৩০ স্থানীয় কর্মী সাথে আছে বলে জানান বিজেপি জেলা মেতা তুষার দোলুই জানান। তবে এ বিষয়ে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা সুরজিৎ মান্না জানান, এরা কেউ তৃণমূল করতো না।তলে তলে বিজেপি করতো। এগুলো বিজেপি লোক দেখানো বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সুরজিৎ মান্না।