নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ১জুন ২০২১: একদিকে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় রাজ্যে ৩০ শে মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই লকডাউন আবারো বাড়ানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। লকডাউনে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। মাননীয় খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এর অনুপ্রেরণায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বারাসাত খিলকাপুর দত্তপুকুর থানার অন্তর্গত এলাকায় কমিউনিটি কিচেনের ব্যবস্থা করেছে তৃণমূল যুব কংগ্রেস।

পশ্চিম খিলকাপুর এই কমিউনিটি কিচেনে এদিন উপস্থিত হন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ মহাশয়।গত ২৩ তারিখ রবিবার থেকে এই কমিউনিটি কিচেন এর কাজ চলছে। রোজ প্রায় তিনশো লোককে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে । প্রতিদিনই খাবারের তালিকায় থাকছে ভাত মাছ মাংস ডাল এই কমিউনিটি কিচেনে ।পিছিয়ে পড়া অসহায় মানুষদের জন্যই এই কমিউনিটি কিচেন আগামী ৩ তারিখ পর্যন্ত এই কমিউনিটি কিচেন চলবে পশ্চিম খিলকাপুর অঞ্চলে।