নিজস্ব সংবাদদাতা, মালদা, ১২ ফেব্রুয়ারি, পুরনো বিবাদের জেরে কাজিগ্রাম এলাকার এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজবাজার থানার সদলাপুর এলাকায়। আহত তৃণমূল কর্মীর নাম জালাল শেখ (বছর ৫২)।
তৃণমূলের অভিযোগ, জালাল শেখ -কের উপর হামলা চালিয়েছে অভিযুক্ত বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল সহ চারজন। যদিও অভিযুক্তরা পলাতক।আহত তৃণমূল কর্মী জালাল শেখ কে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।