তৃণমূল কর্মীকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

তৃণমূল কর্মীকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,২৪ শে আগস্ট : এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। আহত তৃণমূল কর্মীর নাম আইনুল বৈদ্য।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ভাঙড় থানার বাড়জুলী গ্রামে। মারধরের ফলে তার মাথা ফেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

জানাযায় ,আহত তৃণমূল কর্মী একটি স্কুলের মাঠে বসে ছিলেন l আচমকাই বিজেপির কিছু দুষ্কৃতী লোহার রড নিয়ে তার উপর চড়াও হয় এবং মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ l আহত তৃণমূল কর্মী জানান গতকাল বিজেপির কিছু সমর্থক জয় শ্রী রাম বলে এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছিলো তখন তাদের বাধা দেওয়াই আজকে তার উপর আক্রমণ করা হয়েছে l তিনি আরো জানান তার পকেটে ৪০ হাজার টাকা ছিল সেটাও বিজেপির দুষ্কৃতীরা ছিনতাই করে নিয়েছে l

খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় ভাঙড় থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফলেই এই মারামারির ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিজেপি কোনভাবেই যুক্ত না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top