তৃণমূল কর্মী খুনের ঘটনার প্রায় ১৬ মাস পর শর্তসাপেক্ষে জামিন পেলেন বিশিষ্ট সমাজসেবী তথা চিত্র পরিচালক সন্তু সিনহা, শুক্রবার সকালে জেল থেকে মুক্তি পান তিনি।
২০১৭ সালের ১১ই মে মুর্শিদাবাদের বহরমপুরের ভাকুড়ি এলাকায় দুষ্কৃতিদের হাতে খুন হন যুব তৃণমূল কর্মী আসাদুল সেখ। এই খুনের ঘটনার একদিন পর কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় বিশিষ্ট সমাজসেবী তথা চিত্র পরিচালক সন্তু সিনহাকে। দীর্ঘদিন ধরে মামলা চলার পর গত ১৭ই সেপ্টেম্বর কলকাতা হাইকোটের বিচারপতি সন্তু সিনহাকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে, শুক্রবার সকালে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পান তিনি। সেখান থেকে তিনি বহরমপুর থানায় গিয়ে খুনের ঘটনায় তদন্তকারি অফিসারের সাথে দেখা করেন