নিজস্ব সংবাদদাতা,দেগঙ্গা , ২৫ শে মে : এলাকার বুথে ৪২ ভোটে লিড পেয়েছে বিজেপি আর সেই আনন্দে এলাকার তৃণমূল কর্মী দের জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করায় দুপক্ষের সংঘর্ষ।আহত কমবেশি ১২ জন,মাথায়, হাতে আঘাত লেগে গুরুতর জখম তৃণমূল সমর্থকরা।পাল্টা বিজেপি সমর্থদের ঘড়বাড়ি ভাঙচুর,মারধোর।ঘটনায় উত্তপ্ত দেগঙ্গার হাদিপুর-ঝিকড়া(১)পঞ্চায়েতের ১২৯ নম্বর বুথের ঝিকড়া কলোনি পাড়ায়।এলাকায় জারি ১৪৪ ধারা।ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও দেগঙ্গা থানার পুলিশ।গতকাল রাতভোর দুপক্ষের সংঘর্ষে একে অপরের দিকে তুলছে অভিযোগের আঙ্গুল।ভয়তে এলাকা ছাড়া বেশ কয়েকজন বিজেপি কর্মী।গোটা এলাকা থমথমে।
তৃণমূল কর্মী দের জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করায় দুপক্ষের সংঘর্ষ
তৃণমূল কর্মী দের জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করায় দুপক্ষের সংঘর্ষ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram