তৃণমূল নেতাকে গুলি: উত্তাল উত্তরবঙ্গ, উদয়ন গুহর মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক

তৃণমূল নেতাকে গুলি: উত্তাল উত্তরবঙ্গ, উদয়ন গুহর মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


উত্তরবঙ্গ – তৃণমূল নেতাকে গুলি করার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি। এই ঘটনার প্রেক্ষিতে উত্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও তৃণমূল নেতা উদয়ন গুহ কড়া হুঁশিয়ারি দিয়ে বিজেপিকে নিশানা করেন। শুক্রবার আহত তৃণমূল নেতাকে হাসপাতালে দেখতে গিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেন। তবে বিতর্কের আসল সূত্রপাত হয় শনিবার কোচবিহারের সিতাইয়ে এক দলীয় প্রস্তুতি সভায় তাঁর মন্তব্য ঘিরে।

সভামঞ্চ থেকে উদয়ন গুহ বলেন, “একটা বিধানসভায় যদি একজন তৃণমূল কর্মী মার খায়, তাহলে আটটা বিধানসভায় আটজন বিজেপি কর্মীকে মারা উচিত। বিজেপি যা করেছে, তার খেসারত তাদের দিতেই হবে।” শুধু তাই নয়, গুলিকাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়কের পরিবারের সকল সদস্যকে অবিলম্বে গ্রেফতার করার দাবিও জানান তিনি। তাঁর এই বক্তব্যের ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং মুহূর্তেই জেলায় শুরু হয় তীব্র রাজনৈতিক চাপানউতোর।

বিজেপির তরফে উদয়ন গুহর এই মন্তব্যকে “উস্কানিমূলক ও বিপজ্জনক” বলে কড়া ভাষায় নিন্দা করা হয়েছে। বিরোধীদের দাবি, এক জন প্রতিনিধি হিসেবে তাঁর মুখে এই ধরনের বক্তব্য গণতন্ত্রের পরিপন্থী এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক—কেউ একে রাজনৈতিক প্রতিক্রিয়া বলছেন, আবার কেউ দেখছেন খোলা হুমকির চোখে। এখন দেখার, এই মন্তব্যের প্রেক্ষিতে প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয় কি না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top