নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১১ ই সেপ্টেম্বর : বিজেপি নেতা স্বরূপ গড়ায় কে গুলি করে হত্যা করা হয়েছে, আর তার খুনিদের গ্রেপ্তারের দাবিতে বীরভূম জেলা পুলিশ সুপারের অফিসের সামনে শুরু হয়েছে ধর্না মঞ্চ। আর এই ধরনা মঞ্চ থেকে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি নির্মল মণ্ডল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য শেখ আব্দুল মান্নান এর উদ্দেশ্যে বলেন,
” এখন তৃণমূলের নেতা ওইযে খান্নার না মান্নান বলে নেতা থানা তে বসে থাকে, কাজ কম্ম নাই একটা ভালো পায়জামা-পাঞ্জাবি পরে। ও প্রথমে সিপিএম করতো মাল কমাবার জন্য, পরে সিপিএম থেকে এলো ফরওয়ার্ড ব্লকে, এখন ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে। এখন যত কুকীর্তি হয় সব ওই করে, ও বলে কাজ করবি না করবি আমার দেখার দরকার নেই আমার ভাগটা বুঝিয়ে দেয়”।এরপর তিনি বলেন “মান্নানকে হুঁশিয়ারি দিচ্ছি, মান্নান লাভপুর থানার সামনে তোমাকে ফেলে মারব, পিটিয়ে মারবো তখন আর কেউ বাঁচাবে না ভাই”
প্রসঙ্গত এদিনে ধরনা মঞ্চ পা রাখলো তিনদিনে। বিজেপি নেতাদের মতে যতদিন না মূল অভিযুক্ত তথা তৃণমূল নেতা কেরিম খান গ্রেফতার হচ্ছে ততদিন এই ধরনা মঞ্চ চলবে।