তৃণমূল পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে গ্রামবাসিদের উপর হামলা অভিযোগ। বিধায়কের ডাকা মীমাংসা সভায় যাবার পথে তৃণমূল পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে দলবল নিয়ে গ্রামবাসীদের উপর হামলার অভিযোগ। ঘটনায় গুরুতর আহত তিনজন ভর্তি ধনিয়াখালি গ্ৰামীন হাসপাতালে । আজ সকালে ধনিয়াখালি থানার নিশ্চিন্তপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।। ঘটনায় উপপ্রধান ইয়াসিন মল্লিক সহ একাধিক ব্যক্তির নামে অভিযোগ দায়ের হয়েছে এবং ঘটনার পর চারজনকে গ্রেফতার করেছে ধনিয়াখালি থানার পুলিশ। যদিও প্রধান অভিযুক্ত ইয়াসিন মল্লিক পলাতক বলে জানিয়েছেন পুলিশ।
উল্লেখ্য গত একসপ্তাহ আগে ধনিয়াখালি থানার গোপীনাথপুর 2 গ্রাম পঞ্চায়েতের হবিবপুর এলাকায় গরু চুরির অপরাধে এক রাজমিস্ত্রি ও স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানের ভাই হামজাদ মল্লিক কে ধরে বেঁধে রেখে ব্যাপক মারধর করার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত রাজমিস্ত্রি এবং উপ প্রধানের ভাইয়ের নামে অভিযোগ দায়ের হয়। ঘটনার পর অভিযুক্ত রাজমিস্ত্রি কে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ অন্যদিকে উপ প্রধানের ভাই হামজাদ মালিক আহত অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন – বড়দিনের উৎসবে মেতে উঠবে গাজোলের আলমপুর
এই ঘটনার পর আজ তারকেশ্বর এর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় দু’পক্ষকে নিয়ে আজ একটি মীমাংসা সভা ডাকেন । অভিযোগ সেই সভায় যাবার পথে নিশ্চিন্তপুর এলাকায় উপপ্রধান ইয়াসিন মল্লিক দলবল নিয়ে গ্রামবাসীদের উপর চড়াও হয় । লাঠি সোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করা হয় গ্রামবাসীদের। ঘটনায় তিনজন গ্রামবাসী গুরুতর আহত হয়ে ধনিয়াখালি হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।। ঘটনার পর অভিযোগের ভিত্তিতে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে এবং অভিযুক্ত ইয়াসিন মল্লিক এখনও পলাতক বলে জানিয়েছে পুলিশ।
আহত গ্ৰামবাসী মীর আব্দুল হাকিম বলেন, এলাকার গরুর ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর অভিযুক্ত এক রাজমিস্ত্রি উপ প্রধানের ভাই হামজাদ মল্লিকের কথা প্রকাশ। সেই মতো তাকে ও ধরে এনে গ্ৰামবাসীরা সবাই মারধর করে থানায় তুলে দেওয়া হয়। সেই ঘটনায় আজ বিধায়কের নেতৃত্বে সবাইকে নিয়ে একটা সালিশি সভা আজ ডাকা হয়। সেখানে যাবার পথে উপপ্রধান ইয়াসিন মল্লিক এর নেতৃত্বে গ্রামবাসীদের উপর হামলা করা হয়। কেসটাকে উল্টোদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য রড, শাবল , হাতুড়ি দিয়ে আঘাত করে। আমাদের হাত , পা ভেঙে দেওয়া হয়েছে।
এ বিষয়ে তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায় জানান, গ্ৰামে একটা গরু চুরি ঘটনায় কয়েকদিন আগে মারপিট হয়। আজ দু পক্ষকে নিয়ে মীমাংসার কথা ছিল। পরে পুলিশ ফোন করে ঘটনার কথা জানায়।। ঘটনায় যুক্ত দু পক্ষ ই তৃণমুলের লোক। তবে এটা রাজনৈতিক ঘটনা বা কোন গোষ্ঠিদ্বন্ড নয়। এই ঘটনায় যে অভিযুক্ত হবে দল বা পুলিশ কেউই তাদেরকে রেহাই দেবে না।। গ্রামবাসিদের