নিজস্ব সংবাদদাতা,আসানসোল, ২১ শে এপ্রিল : জনপ্রিয় অভিনেত্রী ও আসানসোল লোকসভা তৃণমূল প্রার্থী মুনমুন সেন রাস্তার ধারে ধাবায় খেলেন তারকা রুটি। শনিবারের দিনে আসানসোলের জাতীয় সড়ক দুই কাছে জে কে নগর পেহেলবান হোটেলে মুনমুন সেন খান তারকা রুটি ও চা। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ,তৃণমূল জেলা সভাপতি ভি শিভ দাসন , শিল্পাঞ্চলের হিন্দি ভাষী জনপ্রিয় এই পেহেলবান হোটেল চা দই ও পায়েস জন্য বিখ্যাত। এই হোটেল সাধারণ মানুষের মতন খাটে বসে খেলেন মুনমুন সেন। পাহাল বান হোটেল মালিক বললেন – আমি খুবই খুশি যে এত বড় অভিনেত্রী আমার ধাবাতে এসে খাবার খেয়েছেন এবং সঙ্গে খাবার গুণগানও করেছেন।
তৃণমূল প্রার্থী মুনমুন সেন রাস্তার ধারে ধাবায় খেলেন তারকা রুটি
তৃণমূল প্রার্থী মুনমুন সেন রাস্তার ধারে ধাবায় খেলেন তারকা রুটি
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram