কলকাতা – তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ফের একবার বিতর্কের কেন্দ্রে এসে পড়েছেন। সম্প্রতি সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে তাঁর বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গত শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে এক সভায় মহুয়া বলেন, ভারতের সীমান্ত সুরক্ষার দায়িত্ব কেন্দ্রের, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর। অথচ প্রতিদিন বাংলাদেশ থেকে হাজারে হাজারে অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে। সেই প্রসঙ্গে তিনি বলেন, “প্রথমেই অমিত শাহর মাথা কেটে টেবিলে রাখা উচিত।” এই মন্তব্যকে ঘিরেই নতুন বিতর্কের সূত্রপাত হয়।
রবিবার ছত্তীসগড়ের রাজধানী রায়পুরে মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। অভিযোগকারীর নাম গোপাল সামন্তো। অভিযোগে বলা হয়েছে, সাংসদের মন্তব্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে হেয় করেছে, ঘৃণা ছড়িয়েছে এবং জাতীয় ঐক্যের জন্য হুমকি তৈরি করেছে। এই এফআইআরের পর থেকে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়।
বিতর্ক বাড়তে থাকায় মহুয়া মৈত্র ব্যাখ্যা দেন। তিনি দাবি করেন, আসলে তিনি একটি বাগধারা ব্যবহার করেছিলেন, আক্ষরিক অর্থ বোঝাতে চাননি। তাঁর কথায়, “ইংরেজিতে heads will roll মানে মাথা কেটে ফেলা নয়, বরং দায়িত্ব নেওয়া। বাংলায় যেমন বলা হয় লজ্জায় মাথা কাটা যাওয়া, আমি সেই অর্থেই বলেছি। কিন্তু বোকারা বাগধারা বোঝে না।”
মহুয়ার অভিযোগ, তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে প্রচার করা হয়েছে। তিনি বলেন, “গুগল ট্রান্সলেট দিয়ে বাংলার ‘মাথা কাটা’কে ইংরেজি ও হিন্দিতে ভুলভাবে অনুবাদ করে এফআইআরে বিকৃত অর্থ লেখা হয়েছে।” তিনি এ বিষয়ে ক্ষোভও প্রকাশ করেন।
ছত্তীসগড় পুলিশের ভূমিকাও মহুয়ার সমালোচনার কেন্দ্রে রয়েছে। তিনি দাবি করেন, কুন্ডাগাঁও জেলার পুলিশ প্রশাসন অভিবাসী বাঙালি শ্রমিকদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল এবং আদালতে না তুলে বেআইনিভাবে আটক রেখেছিল। মহুয়ার ভাষায়, “ছত্তীসগড় হাইকোর্ট নোটিশ জারি করার পর এসপি এফআইআর প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। মুখে চপেটাঘাত খেয়েছে পুলিশ।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মহুয়ার এই মন্তব্যের তাৎপর্য গভীর। কেন্দ্র সরকার বারবার অভিযোগ করে এসেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে। এবার সেই অভিযোগকে পাল্টা অস্ত্র হিসেবে ব্যবহার করে মহুয়া সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব প্রশ্নবিদ্ধ করেছেন।
প্রশ্ন উঠছে, এটি কি নিছক ভাষাগত বিভ্রান্তি, নাকি ইচ্ছাকৃত রাজনৈতিক কৌশল? মহুয়ার বক্তব্য, এফআইআর, পুলিশের ভূমিকা এবং তৃণমূলের পাল্টা প্রতিরোধ — সব মিলিয়ে জাতীয় রাজনীতিতে নতুন অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়েছে।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা
নভেম্বরের শেষে নিম্নচাপের প্রভাবে শীতে ব্রেক, বাড়ছে পারদ বাংলাজুড়ে
কয়লা টেন্ডার দুর্নীতি ও আর্থিক প্রতারণা মামলায় ফের ইডি–সিবিআইয়ের জোড়া তল্লাশি
পার্ক স্ট্রিটের হোটেলে বিদেশি পর্যটকের পকেট থেকে রহস্যজনকভাবে উধাও ৮৫০ ডলার
লালকেল্লা বিস্ফোরণের পরে সতর্ক কলকাতা মেট্রো, বাড়ছে নিরাপত্তা — নজরদারিতে আসছে এআই প্রযুক্তি
সংকটে ভারতীয় ফুটবল — সুদিন ফেরাতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ ইস্টবেঙ্গল ক্লাব
‘জলতরঙ্গ’ কর্মসূচিতে মানুষের খুব কাছে রাজ্যপাল সিভি আনন্দ বোস
কলকাতা – তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ফের একবার বিতর্কের কেন্দ্রে এসে পড়েছেন। সম্প্রতি সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে তাঁর বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গত শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে এক সভায় মহুয়া বলেন, ভারতের সীমান্ত সুরক্ষার দায়িত্ব কেন্দ্রের, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর। অথচ প্রতিদিন বাংলাদেশ থেকে হাজারে হাজারে অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে। সেই প্রসঙ্গে তিনি বলেন, “প্রথমেই অমিত শাহর মাথা কেটে টেবিলে রাখা উচিত।” এই মন্তব্যকে ঘিরেই নতুন বিতর্কের সূত্রপাত হয়।
রবিবার ছত্তীসগড়ের রাজধানী রায়পুরে মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। অভিযোগকারীর নাম গোপাল সামন্তো। অভিযোগে বলা হয়েছে, সাংসদের মন্তব্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে হেয় করেছে, ঘৃণা ছড়িয়েছে এবং জাতীয় ঐক্যের জন্য হুমকি তৈরি করেছে। এই এফআইআরের পর থেকে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়।
বিতর্ক বাড়তে থাকায় মহুয়া মৈত্র ব্যাখ্যা দেন। তিনি দাবি করেন, আসলে তিনি একটি বাগধারা ব্যবহার করেছিলেন, আক্ষরিক অর্থ বোঝাতে চাননি। তাঁর কথায়, “ইংরেজিতে heads will roll মানে মাথা কেটে ফেলা নয়, বরং দায়িত্ব নেওয়া। বাংলায় যেমন বলা হয় লজ্জায় মাথা কাটা যাওয়া, আমি সেই অর্থেই বলেছি। কিন্তু বোকারা বাগধারা বোঝে না।”
মহুয়ার অভিযোগ, তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে প্রচার করা হয়েছে। তিনি বলেন, “গুগল ট্রান্সলেট দিয়ে বাংলার ‘মাথা কাটা’কে ইংরেজি ও হিন্দিতে ভুলভাবে অনুবাদ করে এফআইআরে বিকৃত অর্থ লেখা হয়েছে।” তিনি এ বিষয়ে ক্ষোভও প্রকাশ করেন।
ছত্তীসগড় পুলিশের ভূমিকাও মহুয়ার সমালোচনার কেন্দ্রে রয়েছে। তিনি দাবি করেন, কুন্ডাগাঁও জেলার পুলিশ প্রশাসন অভিবাসী বাঙালি শ্রমিকদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল এবং আদালতে না তুলে বেআইনিভাবে আটক রেখেছিল। মহুয়ার ভাষায়, “ছত্তীসগড় হাইকোর্ট নোটিশ জারি করার পর এসপি এফআইআর প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। মুখে চপেটাঘাত খেয়েছে পুলিশ।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মহুয়ার এই মন্তব্যের তাৎপর্য গভীর। কেন্দ্র সরকার বারবার অভিযোগ করে এসেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে। এবার সেই অভিযোগকে পাল্টা অস্ত্র হিসেবে ব্যবহার করে মহুয়া সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব প্রশ্নবিদ্ধ করেছেন।
প্রশ্ন উঠছে, এটি কি নিছক ভাষাগত বিভ্রান্তি, নাকি ইচ্ছাকৃত রাজনৈতিক কৌশল? মহুয়ার বক্তব্য, এফআইআর, পুলিশের ভূমিকা এবং তৃণমূলের পাল্টা প্রতিরোধ — সব মিলিয়ে জাতীয় রাজনীতিতে নতুন অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়েছে।
Share this:
নভেম্বরের শেষে নিম্নচাপের প্রভাবে শীতে ব্রেক, বাড়ছে পারদ বাংলাজুড়ে
কয়লা টেন্ডার দুর্নীতি ও আর্থিক প্রতারণা মামলায় ফের ইডি–সিবিআইয়ের জোড়া তল্লাশি
পার্ক স্ট্রিটের হোটেলে বিদেশি পর্যটকের পকেট থেকে রহস্যজনকভাবে উধাও ৮৫০ ডলার
লালকেল্লা বিস্ফোরণের পরে সতর্ক কলকাতা মেট্রো, বাড়ছে নিরাপত্তা — নজরদারিতে আসছে এআই প্রযুক্তি
সংকটে ভারতীয় ফুটবল — সুদিন ফেরাতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ ইস্টবেঙ্গল ক্লাব
‘জলতরঙ্গ’ কর্মসূচিতে মানুষের খুব কাছে রাজ্যপাল সিভি আনন্দ বোস
সকালেই কলকাতায় ভূমিকম্প, কেঁপে উঠল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল
SSC–এর ভেরিফিকেশন পর্বে ব্যাপক অনুপস্থিতি, অনুত্তীর্ণদের সামনে খুলছে নতুন সুযোগ
দিল্লির সেন্ট কলম্বাস ছাত্রের আত্মহত্যা—মানসিক হয়রানির অভিযোগে চার শিক্ষক সাসপেন্ড, তদন্তে নতুন মোড়
আইপ্যাককে গাছে বেঁধে পেটানোর হুমকি! তৃণমূল কাউন্সিলর পার্থসারথির পোস্টে উত্তপ্ত তমলুকের রাজনীতি
শপথগ্রহণের প্রস্তুতি চূড়ান্ত—দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার
রাজেন্দ্র প্লেস মেট্রো স্টেশনে আত্মঘাতী কিশোর—স্কুলের মানসিক চাপে ভেঙে পড়ার অভিযোগ পরিবারে
নভেম্বরের শেষে নিম্নচাপের প্রভাবে শীতে ব্রেক, বাড়ছে পারদ বাংলাজুড়ে
কয়লা টেন্ডার দুর্নীতি ও আর্থিক প্রতারণা মামলায় ফের ইডি–সিবিআইয়ের জোড়া তল্লাশি
পার্ক স্ট্রিটের হোটেলে বিদেশি পর্যটকের পকেট থেকে রহস্যজনকভাবে উধাও ৮৫০ ডলার
লালকেল্লা বিস্ফোরণের পরে সতর্ক কলকাতা মেট্রো, বাড়ছে নিরাপত্তা — নজরদারিতে আসছে এআই প্রযুক্তি
সংকটে ভারতীয় ফুটবল — সুদিন ফেরাতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ ইস্টবেঙ্গল ক্লাব
‘জলতরঙ্গ’ কর্মসূচিতে মানুষের খুব কাছে রাজ্যপাল সিভি আনন্দ বোস
সকালেই কলকাতায় ভূমিকম্প, কেঁপে উঠল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল
SSC–এর ভেরিফিকেশন পর্বে ব্যাপক অনুপস্থিতি, অনুত্তীর্ণদের সামনে খুলছে নতুন সুযোগ
দিল্লির সেন্ট কলম্বাস ছাত্রের আত্মহত্যা—মানসিক হয়রানির অভিযোগে চার শিক্ষক সাসপেন্ড, তদন্তে নতুন মোড়
আইপ্যাককে গাছে বেঁধে পেটানোর হুমকি! তৃণমূল কাউন্সিলর পার্থসারথির পোস্টে উত্তপ্ত তমলুকের রাজনীতি
শপথগ্রহণের প্রস্তুতি চূড়ান্ত—দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার
রাজেন্দ্র প্লেস মেট্রো স্টেশনে আত্মঘাতী কিশোর—স্কুলের মানসিক চাপে ভেঙে পড়ার অভিযোগ পরিবারে
RECOMMENDED FOR YOU.....
নভেম্বরের শেষে নিম্নচাপের প্রভাবে শীতে ব্রেক, বাড়ছে পারদ বাংলাজুড়ে
কয়লা টেন্ডার দুর্নীতি ও আর্থিক প্রতারণা মামলায় ফের ইডি–সিবিআইয়ের জোড়া তল্লাশি
পার্ক স্ট্রিটের হোটেলে বিদেশি পর্যটকের পকেট থেকে রহস্যজনকভাবে উধাও ৮৫০ ডলার
লালকেল্লা বিস্ফোরণের পরে সতর্ক কলকাতা মেট্রো, বাড়ছে নিরাপত্তা — নজরদারিতে আসছে এআই প্রযুক্তি
সংকটে ভারতীয় ফুটবল — সুদিন ফেরাতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ ইস্টবেঙ্গল ক্লাব
‘জলতরঙ্গ’ কর্মসূচিতে মানুষের খুব কাছে রাজ্যপাল সিভি আনন্দ বোস
সকালেই কলকাতায় ভূমিকম্প, কেঁপে উঠল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল
SSC–এর ভেরিফিকেশন পর্বে ব্যাপক অনুপস্থিতি, অনুত্তীর্ণদের সামনে খুলছে নতুন সুযোগ
দিল্লির সেন্ট কলম্বাস ছাত্রের আত্মহত্যা—মানসিক হয়রানির অভিযোগে চার শিক্ষক সাসপেন্ড, তদন্তে নতুন মোড়
আইপ্যাককে গাছে বেঁধে পেটানোর হুমকি! তৃণমূল কাউন্সিলর পার্থসারথির পোস্টে উত্তপ্ত তমলুকের রাজনীতি
শপথগ্রহণের প্রস্তুতি চূড়ান্ত—দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার
রাজেন্দ্র প্লেস মেট্রো স্টেশনে আত্মঘাতী কিশোর—স্কুলের মানসিক চাপে ভেঙে পড়ার অভিযোগ পরিবারে
ইভিএম প্রস্তুতি নিয়ে বড়সড় বৈঠক ডাকল নির্বাচন কমিশন—২১ নভেম্বর বিশেষ ওয়ার্কশপে হাজির থাকবেন সব জেলার ডিএম
২৫২ কোটির মাদক মামলায় ফের বিপাকে নেটপ্রভাবী ওরি—জিজ্ঞাসাবাদে তলব মুম্বই পুলিশের
নেক কলার পরে গুয়াহাটি রওনা শুভমন, দ্বিতীয় টেস্টে খেলবেন কিনা এখনও অনিশ্চিত
অতিরিক্ত কাজের চাপে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত কোন্নগরের অঙ্গনওয়াড়ি কর্মী তপতি বিশ্বাস
এসআইআরের নামে ভোটার বাদ দেওয়ার চেষ্টা—বালিতে তৃণমূলের মহামিছিলে ক্ষোভ উগরে পরিবহণমন্ত্রী
বাংলার মনীষীদের অপমানের প্রতিবাদে উত্তাল কলকাতা পুরসভা—বিজেপিকে কঠোর আক্রমণ তৃণমূলের
শীতে কুয়াশার দাপটে একাধিক ট্রেন বাতিল—১ ডিসেম্বর থেকে কার্যকর উত্তর–পূর্ব সীমান্ত রেলের সিদ্ধান্ত
নিম্নচাপ সত্ত্বেও রাজ্যে বৃষ্টি নেই, শীতের আমেজ বজায়—দার্জিলিংয়ে ৬.২°, পুরুলিয়ায় ১২°