প্রথম দ্বিতীয় জন্মের পর করোনা সংক্রমনের তৃতীয় ঢেউও আছড়ে পড়বে খুব শীগ্রই । এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই তৃতীয় ঢেউয়ের সবথেকে বেশি আক্রান্ত হতে পারে শিশুরা। তাই প্রথম থেকে যদি শিশুরা কিছু নিয়ম এবং সতর্কতা মেনে চলে তাহলে করোনা সংক্রমণ এর তৃতীয় ঢেউ আছড়ে পড়া থেকে অনেকটাই রোধ করা যাবে। এক নজরে জেনে নিন আপনার শিশুকে কি কি সর্তকতা অবলম্বন করতে হবে।
১) শিশুদের যতটা সম্ভব বাড়িতে থাকতে ও আত্মীয় পরিজনদের সঙ্গে ভিডিয়ো কলে বা ফোন কলে কথা বলিয়ে মন ভাল রাখার পরামর্শ দিচ্ছে কেন্দ্র।
২) শিশুদের হালকা গরম জল পান করার পরামর্শ দিয়েছে কেন্দ্র। তেল মালিশ করা, প্রণায়ামের পরামর্শ দিয়েছে কেন্দ্র।

৩) প্রাপ্তবয়স্কদের মতোই শিশুদের মাস্ক পরার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় আয়ূষ মন্ত্রক। ৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য মাস্ক বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। ২ থেকে ৫ বছরের জন্য মাস্ক বাধ্যতামূলক না করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আয়ূষ মন্ত্রক। বাবা-মায়ের তত্ত্বাবধানে এ বিষয়ে ২ থেকে ৫ বছরের শিশুদের মাস্ক পরা বা না পরার সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

৪) ৫ দিনের বেশি জ্বর থাকলে, শিশুদের মধ্যে অলসতা দেখা দিলে, শ্বাস-প্রশ্বাসে কোনও সমস্যা দেখা দিলে বা অক্সিজেনের হার ৯৫ শতাংশের নীচে নেমে গেলে তৎক্ষণাৎ চিকিৎসের পরামর্শ নেওয়ার কথা বলেছে কেন্দ্র।
৫) শিশুদের মেডিক্যাল মাস্ক না পরানোর কথা বলছে কেন্দ্র। তার পরিবর্তে ত্রি-স্তরীয় মাস্ক পড়ার পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশিকায়।
৬) দাদু-দিদা গুরুতর অসুস্থ হলে শিশুদের সঙ্গে তাঁদের সংযোগ এড়ানোর পরামর্শ দিচ্ছে কেন্দ্র।

এবং অবশ্যই যদি শরীরে কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া অতি প্রয়োজনীয়। কোনভাবেই শারীরিক অসুস্থতা কে অবহেলা করা উচিত নয় সুস্থ থাকুন। ভালো থাকুন ।



















