নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ২১ জানুয়ারি, তৃনমুলের প্রাক্তন অঞ্চল সভাপতির গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়।ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের কোরিয়ায়। প্রয়াত আশাদুল রহমান বাইনান অঞ্চলের প্রাক্তন সভাপতি ছিলেন। আজ ভোরে কেউ বা কারা বাড়ি থেকে ফোন করে ডাকে তাঁকে। তারপর কড়িয়া ব্রীজের কাছে তাঁর গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
এদিন তদন্তের দাবিতে মৃতদেহ আটকে বিক্ষোভ স্থানীয়দের।তবে কি কারনে খুন তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে পুলিশ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।মৃতের দাদার অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন।তাঁর দাবি, আশাদুলকে দলের একাংশ চক্রান্ত করে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্যই খুন করা হয়েছে। আশাদুল রহমান এলাকায় খুব জনপ্রিয় ছিলেন। এবারেও এই বাইনান এলাকার সভাপতি হওয়ার কথা ছিল তাঁর। সেই কারণেই দলের লোকই তাকে গুলি করে হত্যা করেছে, এমনটাই অনুমান করেছেন আশাদুল-এর দাদা।