তৃনমুলের ৩য় রেল সংগঠনের সেন্ট্রাল কমিটির মিটিং এ অসস্তিতে দোলা সেন!

তৃনমুলের ৩য় রেল সংগঠনের সেন্ট্রাল কমিটির মিটিং এ অসস্তিতে দোলা সেন!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

তৃনমুলের ৩য় রেল সংগঠনের সেন্ট্রাল কমিটির মিটিং এ অসস্তিতে দোলা সেন! দলের মধ্যে ডিভাইডেশান নেতারা করেন ।তারা চান দলের মধ্যে গোষ্ঠী ক্লাস থাকলে তাদের লাভ। অনেকে এলাকায় তৃনমুল করেন তারা রেলে এসে ERMC আর ERMU করেন। আজ তৃত্বিয় জেনারেল বডি মিটং তে এই কথার প্রতিবাদ করেন রাজ্য তৃনমুলের ট্রেড ইউনিয়ন নেত্রী দোলা সেন।প্রকাশ্যে এমন কথায় অসস্তিতে পড়ে যান তৃনমুল শ্রমিক নেত্রি দোলা সেন।মঞ্চে সঙ্গে সঙ্গে রেল ইউনিয়ন নেতা খোকন তালুকদার এর কথা থামিয়ে নিজের অসস্তিতে কাটাতে নিজেই মাইক নিয়ে তিনি দলাদলির জন্য করমিদেরই দায়ী করেন।তারা কেন নেতাদের এই দলাদলি পশ্রয় দেয়??

 

তবে দোলা সেন বলেন তৃনমুলের রেলের সংগঠন বাড়াতে গেলে আরও জোর দার করতে গেলে এলাকার MLA, M.P এবং স্থানিয় জন প্রতিনিধিদের মিটিং তে ডাকতে হবে তাদের নিয়ে সংগঠন এগোতে হবে।কিন্তু এই জেনারেল মিটিং তে দেখা গেলো না ব্যারাকপুর সাংসদ অরজুন সিং কে।দেখা গেলো না স্থানীয় বিধায়কদের ও।তবে বিধানসভা চলাকালীন বিধায়করা এই সভায় আসতে পারেনি,বলে দোলা সেন মঞ্চে ঘোষনা করেন।কিন্তু ব্যারাকপুর এর সাংসদ অরজুন সিং এর ব্যাপারে কিছু না বলায় প্রশ্ন থেকে গেলো!!

ইস্টার্ন রেলের ভোট বন্ধ কেন? তানিয়ে সরব ট্রেড ইউনিয়ন নেত্রী দোলা সেন।

আরও পড়ুন – টেক সাপোর্টের নাম করে জার্মানির বাসিন্দাদের, বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার ৪

উল্লেখ্য, তৃনমুলের ৩য় রেল সংগঠনের সেন্ট্রাল কমিটির মিটিং এ অসস্তিতে দোলা সেন! দলের মধ্যে ডিভাইডেশান নেতারা করেন ।তারা চান দলের মধ্যে গোষ্ঠী ক্লাস থাকলে তাদের লাভ। অনেকে এলাকায় তৃনমুল করেন তারা রেলে এসে ERMC আর ERMU করেন। আজ তৃত্বিয় জেনারেল বডি মিটং তে এই কথার প্রতিবাদ করেন রাজ্য তৃনমুলের ট্রেড ইউনিয়ন নেত্রী দোলা সেন।প্রকাশ্যে এমন কথায় অসস্তিতে পড়ে যান তৃনমুল শ্রমিক নেত্রি দোলা সেন।মঞ্চে সঙ্গে সঙ্গে রেল ইউনিয়ন নেতা খোকন তালুকদার এর কথা থামিয়ে নিজের অসস্তিতে কাটাতে নিজেই মাইক নিয়ে তিনি দলাদলির জন্য করমিদেরই দায়ী করেন।তারা কেন নেতাদের এই দলাদলি পশ্রয় দেয়??

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top