তৃনমুল নেতাকে খুনের পরিকল্পনা জানিয়ে এল উড়োচিঠি। রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তথা তৃনমুল কংগ্রেসের নেতা অরিন্দম সরকারকে খুন করার পরিকল্পনা জানিয়ে এল এক উড়োচিঠি। সোমবার রাত থেকেই সেই উড়োচিঠি ঘিরে আবর্তিত হল রায়গঞ্জের রাজনীতি। শাসক ও বিরোধী দলের তরজায় মাতল রাজনীতি বিদেরা।
জানা গেছে, সোমবার বিকেলে প্রেরকের নামহীন চিঠি আসে। চিঠিতে অরিন্দম সরকারকে সাবধানে থাকার কথা উল্লেখ করা হয়েছে। রায়গঞ্জ পৌরসভার উপ পৌর প্রশাসক অরিন্দম সরকারের দাবি,তাঁকে খুন করার জন্য বিরোধীরা চক্রান্ত শুরু করেছে। কি লেখা রয়েছে চিঠিতে, জানতে চাইলে অরি্দম বাবু বলেন, হিন্দি অদ্যাক্ষরে লেখা চিঠির বাংলা মানে দাঁড়ায় , আপনি সাবধানে থাকবেন।
আপনার ব্যাপারে সুপারি দিতে রায়গঞ্জ থেকে কেউ এসেছিল, তবে তার নাম জানা নেই। শুধু চিঠির শেষে একটি গাড়ির নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরটি হলো ডব্লু বি ৬০ ভি ৫৮৫৮। গাড়ির নম্বর অনুয়ায়ী গাড়িটি রায়গঞ্জের বলে মনে করা হচ্ছে।তিনি বলেন, রায়গঞ্জ থানায় অভিযোগ জানিয়েছি। তবে কারা তাকে খুনের পরিকল্পনা করছে, জানতে চাইলে অরিন্দম সরকার বলেন, এটা বিরোধীদের চক্রান্ত। এমনকি নিজের দলের যারা তাকে ছোট করে দেখাতে চায় তাদের চক্রান্ত হয়ে থাকতে পারে।
আরও পড়ুন – তৃণমূল ও সিপিআই এম ছেড়ে বিজেপিতে যোগদান
যদিও বিজেপির জেলা সহ সভাপতি নিমাই কবিরাজ বলেন, বিজেপি এধরনের কাজ করেনা। এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল। পাশাপাশি চাকরির নামে তৃণমূল নেতারা যেভাবে টাকা তুলেছে তাঁর ফলে এধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে মত তাঁর। তৃনমুল নেতাকে খুনের পরিকল্পনার অভিযোগকে ঘিরে এদিন বৃষ্টি ভেজা শহর ছিল তপ্ত। তৃনমুল নেতাকে খুনের পরিকল্পনা