তৃনমুল পরিচালিত রামজীবনপুর পৌরসভা দখলের পথে বিজেপি

তৃনমুল পরিচালিত রামজীবনপুর পৌরসভা দখলের পথে বিজেপি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর ,৩রা সেপ্টেম্বর : তৃনমুল পরিচালিত রামজীবনপুর পৌরসভা দখলের পথে বিজেপি। হাতছাড়া হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার এই পৌরসভা। পৌরসভার ২ নং ওয়ার্ডের তৃনমুলের কাউন্সিলর শিবরাম দাস বিজেপিতে যোগ দেওয়ায় সংখ্যার বিচারে এই পৌরসভায় এগিয়ে গেল বিজেপি। ১১ টি ওয়ার্ড নিয়ে রামজীবনপুর পৌরসভায় তৃনমুলের দখলে ছিলো ৬ টি ও বিজেপির দখলে ছিলো ৫ টি। ওই পৌরসভায় তৃনমুলের প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমানে ২ নং ওয়ার্ডের তৃনমুলের কাউন্সিলর শিবরাম দাস মঙ্গলবার বিজেপিতে চলে যাওয়ায় বিজেপির দখলে ৬ টি ও তৃনমুলের দখলে রইল ৫ টি ওয়ার্ড। আর এতেই উজ্জীবিত বিজেপি নেতৃত্ব, পৌরবোর্ড নিজেদের দখলে নেওয়ার তোড়জোড় শুরু বিজেপির।

এদিন বিজেপির রামজীবনপুর দলীয় কার্য্যালয়ে শিবরাম দাসের হাতে দলীয় পতাকা তুলেদেন রামজীবনপুর মন্ডলের সভাপতি নন্দ নিয়োগী। রামজীবনপুরে তৃনমুলের প্রথমসারির নেতা ছিলেন শিবরাম দাস। পৌরসভার চেয়ারম্যানের পাশাপাশি ২০১৪ লোকসভা নির্বাচনের আগে আরামবাগ লোকসভা আসনে তৃনমুলের প্রার্থী হয়েও দাঁড়িয়েছিলেন তিনি যদিও তৎকালীন সিপিএমের প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।রামজীবনপুর পৌরসভায় শিবরাম দাসকে নিয়ে তৃনমুলের অন্তঃকলহ নতুন কিছু নই।লোকসভা নির্বাচনের পর থেকেই শিবরামবাবুর দলবদল নিয়ে জল্পনা ছিলোই এদিন বিজেপিতে যোগ দিয়ে সেই জল্পনার অবসান ঘটালেন তৃনমুলের ওই কাউন্সিলর।

উল্লেখ্য, ২০১৪ পৌর নির্বাচনে রামজীবনপুর পৌরসভায় দাঁড়িয়ে থেকে নির্বাচন করানোর অভিযোগ ছিলো তৎকালীন জেলার দাপুটে পুলিশ সুপার ভারতী ঘোষের বিরুদ্ধে।এক প্রকার হাতছাড়া হওয়া রামজীবনপুর পৌরসভা নির্বাচনের পর বিরোধী কাউন্সিলর ভাঙ্গিয়ে তৃনমুল দখলে নেই ভারতী ঘোষের সহযোগিতায় অভিযোগ তুলেছিলো বিরোধীরা। এদিন তৃনমুলের ঘর ভেঙে রামজীবনপুর পৌরসভা একপ্রকার নিজেদের দখলে নেওয়ার প্রক্রিয়া নিশ্চিত করল বিজেপি ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top