তেলাপিয়া মাছ ছড়াচ্ছে নতুন এক ভাইরাস, এফএও-এর তরফে সতর্কতা জারি

তেলাপিয়া মাছ ছড়াচ্ছে নতুন এক ভাইরাস, এফএও-এর তরফে সতর্কতা জারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২ মার্চ, বিশ্বের চতুর্থ তেলাপিয়া উৎপাদনকারী দেশও ভাইরাসের আক্রমণের শিকার হতে পারে।সকলকে সর্তক হওয়ার পরামর্শ দিলেন চিকিৎসকেরা। ‘তেলাপিয়া লেক’ নামের ওই ভাইরাস দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা-এশিয়ার বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সম্প্রতি এই রোগের ব্যাপারে বিশ্ববাসীকে সাবধান করে বিশেষ সতর্কতা জারি করেছে।

মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও মৎস্য অধিদপ্তরের বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের ভাইরাসে আক্রান্ত তেলাপিয়া মাছের গায়ে ফোসকা পরে ও এরা খাবার কম খায়। এমন কোনো মাছ ভারতের কোনো খামারে তাঁরা পাননি।ইতিমধ্যে বিভিন্ন খামারে মাছের পরীক্ষা শুরু করে দিয়েছে।

যেসকল দেশে এই রোগ ছড়িয়ে পড়েছে, এমন দেশ থেকে যাতে অন্য দেশগুলো তেলাপিয়া আমদানি না করে, সে ব্যাপারে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এ ব্যাপারে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আরিফ আজাদ প্রথম আলোকে বলেন, ‘মূলত অল্প জায়গায় বেশি মাছ চাষ করলে ও পরিবেশদূষণ নিয়ন্ত্রণ না করলে এ ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ বেশি হয়”।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top